পশ্চিমাদের বিরুদ্ধে দীর্ঘ সংঘাতের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া: ফিনিশ প্রধানমন্ত্রী

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেটেরি অর্পো বলেন, পশ্চিমাদের সঙ্গে দীর্ঘ সংঘাতের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। ইউরোপীয় প্রতিরক্ষায় ব্যয় ও সমন্বয়ের আহ্বান জানিয়ে বুধবার (১৩ মার্চ) এ কথা বলেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউরোপীয় পার্লামেন্টে অর্পো বলেন, পশ্চিমাদের সঙ্গে দীর্ঘ সংঘাতের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। ইউরোপের জন্য একটি স্থায়ী ও অপরিহার্য সামরিক হুমকি হয়ে দাঁড়াচ্ছে দেশটি। আমরা যদি সংঘবদ্ধ না হতে পারি তাহলে আগামী বছরগুলোতে বিপদের সম্মুখীন হতে হবে।

রাশিয়ার প্রতিবেশী দেশগুলোর প্রতি সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইউরোপের ২৭টি দেশকে প্রতিরক্ষা খাতে খরচ বাড়াতে হবে এবং নিজেদের রক্ষার জন্য খেয়াল রাখতে হবে। তিনি আরও বলেন, রাশিয়া কোনও অপরাজেয় দেশ নয়।

এদিকে, পশ্চিমাদের প্রতি হুমকি জানিয়ে বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, কারিগরিগতভাবে পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনে সেনা পাঠায় তাহলে মস্কো এটিকে চলমান সংঘাতে বড় ধরনের উসকানি হিসেবে বিবেচনা করবে।

পুতিন আরও বলেন, ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়া একটি অর্থহীন পদক্ষেপ। ফিনল্যান্ড জোটে যোগদানের পর ফিনিশ সীমান্তে সেনা মোতায়েন করবে রাশিয়া।