ওডেসায় রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৬

ইউক্রেনের বন্দর শহর ওডেসার আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়া। শুক্রবারের (১৫ মার্চ) এই হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন।এই হামলায় আরও৭০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। গত কয়েক সপ্তাহের মধ্যে ইউক্রেনে এটিই রাশিয়ার সবচেয়ে প্রাণঘাতী হামলা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রুশ বাহিনীর হামলার তীব্রতা তুলে ধরেইউক্রেনীয় কর্মকর্তারা বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের দক্ষিণাঞ্চলে হামলার সংখ্যা বাড়িয়েছে রাশিয়া। প্রায় প্রতি দিনই ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা করছে তারা।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে ওডেসার গভর্নর ওলেহ কিপার বলেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় সাধারণ মানুষসহ ১৪ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চিকিৎসা ও উদ্ধারকর্মীও রয়েছেন।

ইউক্রেনের জরুরি পরিষেবা জানিয়েছে, এই হামলায় সাধারণ মানুষের বাড়ি-ঘর ও নিম্ন চাপ সম্পন্ন গ্যাসের পাইপ লাইনসহ উদ্ধার কাজে নিয়োজিত গাড়ির ক্ষতি হয়েছে।

ইউক্রেনের বৃহত্তম বন্দর ওডেসায় দীর্ঘদিন ধরেই আক্রমণ চালিয়ে আসছে রাশিয়া। বিশেষ করে কৃষ্ণ সাগরীয় শস্য চুক্তি থেকে বেরিয়ে আসার পর আক্রমণের তীব্রতাআরও বাড়িয়েছে তারা। জাতিসংঘের মধ্যস্থতায় ওই চুক্তির আওতায় ওডেসা বন্দর থেকে নিরাপদ সামুদ্রিক করিডোর দিয়ে শস্য রফতানি করে আসছিল ইউক্রেন।

এদিকে, রাশিয়ায় আজ প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকাল ৮ টায় পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে ভোটগ্রহণের মধ্য দিয়ে নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়। তিন দিনব্যাপী এই ভোটগ্রহণ শেষ হবে ১৭ মার্চ রবিবার রাত আটটায়। ইউক্রেনে রাশিয়ার দখলকৃত অঞ্চলেও ভোট অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার ভোরে রাশিয়ার কালুগা অঞ্চলে একটি ছোট তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ইউক্রেনীয় গোয়েন্দা সূত্র রয়টার্সকে জানিয়েছে, হামলাটি চালিয়েছে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা।