মালদোভায় রুশ দূতাবাসে পেট্রোলবোমা হামলা

মালদোভায় রুশ অ্যাম্বাসিতে এক ব্যক্তি পেট্রোলবোমা হামলা করেছে। রবিবার (১৭ মার্চ) দূতাবাসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রুশ রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তা সংস্থা তাস।  ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মালদোভার রাজধানী চিসিনাউতে অবস্থিত রুশ দূতাবাস জানিয়েছে, এক ব্যক্তি দূতাবাসের সামনে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে। দূতাবাস জানিয়েছে, হামলাকারীকে আটক করেছে মলদোভান পুলিশ।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলা করা সময় এই দূতাবাসে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছিল।

রাশিয়ায় কঠোরভাবে নিয়ন্ত্রিত পরিবেশে তিনদিন ধরে চলা ভোট গ্রহণের আজ শেষ দিন। রাত আটটায় ভোটগ্রহণ শেষ হবে। আজই ফলাফল ঘোষণার আশা করা হচ্ছে।

স্থানীয় সময় শুক্রবার সকাল ৮ টায় পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে ভোটগ্রহণ শুরু হয়েছিল। রাশিয়ার দখলকৃত অঞ্চলেও ভোট অনুষ্ঠিত হচ্ছে।