রাফাহ শহরে ইসরায়েলি হামলায় আঞ্চলিক শান্তি ব্যাহত হবে: শলৎস

গাজার রাফাহ শহরে ইসরায়েলি হামলা আঞ্চলিক শান্তিকে ব্যাহত করবে। রবিবার (১৭ মার্চ) জর্ডানের রাজা আবদুল্লাহর সঙ্গে আলোচনার পর এ মন্তব্য করেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জর্ডানের লোহিত সাগর বন্দরে আকাবাতে আবদুল্লাহর সঙ্গে আলোচনার পর শলৎস বলেন, দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির বিষয়টি এখনই নিশ্চিত করা উচিত। এটিই ইসরায়েলি স্থল অভিযানের হাত থেকে ফিলিস্তিনিদের রক্ষা করতে পারে।

পাঁচ মাসের ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকার প্রায় অর্ধেক মানুষ রাফাহ অঞ্চলে আশ্রয় নিয়েছেন। আর এখানেই হামলার পরিকল্পনার অনুমোদন দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এই অঞ্চলে হামলা বন্ধ করার জন্য নেতানিয়াহুকে চাপ দিতে আব্দুল্লাহ প্রস্তুত কিনা জানতে চেয়ে শলৎস বলেন, পরিস্থিতি যাতে খারাপ না হয় সেজন্য সব কিছু করতে হবে।

তিনি আরও বলেন, নিজেকে রক্ষা করার অধিকার আছে ইসরায়েলের। কিন্তু তাই বলে রাফাহ শহরে যারা পালিয়ে এসেছেন তাদের ওপর হামলা করতে পারে না।

এদিকে ইসরায়েল বলেছে, রাফাহ শহর হামাসের শেষ ঘাঁটিগুলোর মধ্যে একটি। তাই এখানকার সব বাসিন্দাকে সরিয়ে হামাসকে ধ্বংস করবে ইসরায়েলি বাহিনী।