যে কারণে রুশ কূটনীতিককে বহিষ্কার করলো মলদোভা

তলব করার পর রাশিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে মলদোভা। দেশটির বিচ্ছিন্ন ট্রান্সনিস্ট্রিয়া অঞ্চলে রাশিয়া প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোটকেন্দ্র স্থাপন করায় এই পদক্ষেপ নিয়েছে দেশটি। মঙ্গলবার (১৯ মার্চ) এই তথ্য জানিয়েছে মলদোভার পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার সঙ্গে সঙ্গেই মলদোভা থেকে বিভক্ত হয়ে যায় রুশপন্থি ট্রান্সনিস্ট্রিয়া অঞ্চলটি। সেখানেই রাশিয়া এবারের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোটকেন্দ্র খোলেছিল। আর দেশটির এমন পদক্ষেপের বিরুদ্ধেই প্রতিবাদ করেছে মলদোভার মন্ত্রণালয়।

এর আগে, সরকারি এক বিবৃতিতে, রাশিয়ার এমন পদক্ষেপকে মলদোভার সার্বভৌমত্বের প্রতি অসম্মানজনক বলে অভিহিত করা হয়।