অস্ট্রিয়ার দানিউব নদীতে স্লুইস গেটে বুলগেরীয় জাহাজের ধাক্কা, আহত ১১

অস্ট্রিয়ার দানিউব নদীতে স্লুইস গেটে একটি বুলগেরিয়ান ক্রুজ জাহাজ ধাক্কা খাওয়ার ঘটনায় ১১ জন আহত হয়েছেন। পুলিশ  জানিয়েছে, স্থানীয়  সময় শনিবার (৩০ মার্চ) উত্তরাঞ্চলীয় আসচাচ আন ডার ডোনাউ শহরে এই ঘটনা ঘটেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

নিকটবর্তী শহর এফারডিংয়ের পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, প্রায় ১৬০ জন যাত্রী নিয়ে জার্মানির বাভারিয়া থেকে অস্ট্রিয়ার লিঞ্জ শহরের উদ্দেশ্যে যাত্রা করেছিল জাহাজটি। পথিমধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে এটি। এতে ওই ১১ জন আহত হন।

মুখপাত্র জানিয়েছেন, তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদের আঘাতগুলো কতটা গুরুতর তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ওই ১১ জন ছাড়াও আরও ৬ জন আহত হয়েছেন। তবে আঘাতের মাত্রা অল্প হওয়ায় তাদের হাসপাতালে চিকিৎসা নেওয়ার প্রয়োজন পড়েনি।

এই দুর্ঘটনার পরও জাহাজটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বলে জানিয়েছেন ওই পুলিশ।