রুশ বিমানঘাঁটিতে হামলার দাবি ইউক্রেনের

রাশিয়ার রোস্তভ অঞ্চলে রুশ মোরোজভস্ক সামরিক বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। শুক্রবার (৫ এপ্রিল) এই হামলার দাবি করেছে দেশটির এক গোয়েন্দা সূত্র। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গোয়েন্দা সূত্রটি জানিয়েছে, এসবিইউ নিরাপত্তা পরিষেবা ও সামরিক বাহিনীর যৌথ অভিযানে ছয়টি রুশ যুদ্ধবিমান ধ্বংস করেছে।

তবে ইউক্রেনের এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স। কীভাবে হামলা করা হয়েছে, সেবিষয়েও কিছু বলেনি সূত্র। কিন্তু ঘটনাস্থলে আটটি বিধ্বস্ত যুদ্ধবিমান দেখা গেছে।

এদিকে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ৫৩টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে রুশ বিমান বাহিনী। এদের বেশির ভাগই রোস্তভ অঞ্চলে ধ্বংস করা হয়েছে।

সূত্রটি বলেছে, মোরোজভস্ক বিমান ঘাঁটিটি কৌশলগত বোমারু বিমান ব্যবহার করছিল। যেমন, সুখোই সু-২৪ ও সু-২৪এম। যা ইউক্রেনের সামরিক বাহিনী ও শহর লক্ষ্য করে বোমা নিক্ষেপ করতে ব্যবহার করে রুশ বিমান বাহিনী।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা বাড়িয়েছে ইউক্রেন। রাশিয়ার তেলের আয় কমানোর জন্যই তেল শোধনাগারগুলো লক্ষ্য করে হামলা করছে দেশটি।

একজন সিনিয়র সরকারি কর্মকর্তা এই বছরের শুরুর দিকে রয়টার্সকে বলেছিলেন, রাশিয়াকে প্রতিরোধ করার জন্য ২০২৪ সালে হাজার হাজার দূরপাল্লার ড্রোন তৈরি করার কথা বলেছিল ইউক্রেন। কিন্তু দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করতে ব্যর্থ হয়েছে।