গাজায় বন্দর স্থাপনে জাহাজ পাঠালো যুক্তরাজ্য

অবরুদ্ধ গাজা উপত্যকায় অস্থায়ী সমুদ্র বন্দর স্থাপনের জন্য রাজকীয় নৌবাহিনীর জাহাজ পাঠিয়েছে যুক্তরাজ্য। রবিবার (৭ এপ্রিল) এই জাহাজ পাঠানোর বিষয়ে জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরুন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরুন বলেন, বহুজাতিক প্রচেষ্টায় গাজার উপকূলে একটি অস্থায়ী সমুদ্র বন্দর তৈরি করা হবে। এই প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র, সাইপ্রাস ও অন্যান্য অংশীদাররাও থাকবে।

ডেভিড ক্যামেরুনের কার্যালয় জানিয়েছে, সাইপ্রাস থেকে গাজায় সহায়তা আসার জন্য অস্থায়ী সমুদ্র বন্দর স্থাপনে ৯.৭ বিলিয়ন মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন ক্যামেরুন।

এই উদ্যোগটি সাইপ্রাসে ত্রাণ সহায়তা বাড়াবে। যেগুলো সরাসরি গাজায় পৌঁছে দেবে। ইসরায়েলের অনুমোদনের পর অ্যাশদোদ বন্দরের মাধ্যমে এই সহায়তা আসবে।

কিন্তু সমালোচকরা বলছেন, আকাশ ও সমুদ্র পথের সহায়তা চাহিদা পূরণ করতে পারবে না। কারণ স্থল পথ অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল।