রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি এড়ানোর আহ্বান আইএইএর

ইউক্রেনের জাপোরিজ্জিয়া বিদ্যুৎ কেন্দ্রে নতুন ড্রোন হামলা বড় ধরনের পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা। রবিবার (৭ এপ্রিল) এক বিবৃতিতে রাশিয়া ও ইউক্রেনকে এ ধরনের পারমাণবিক কেন্দ্রে হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

তিনি বলেছেন, পারমাণবিক নিরাপত্তাকে বিপন্ন করে.. এমন ধরনের কাজ থেকে উভয় পক্ষকে বিরত থাকার আহ্বান জানাই।

ইউক্রেনের জাপোরিজ্জিয়ায় রবিবার ড্রোন হামলা তিনজন নিহত হওয়ার পরপরই এমন সতর্কতা জানানো হলো।

এর আগেও, এ ধরনের হামলার বিরুদ্ধে বারবার সতর্ক করেছে (আইএইএ) ।

রাশিয়া বলেছে, হামলার পিছনে ইউক্রেন ছিল। ইউক্রেন হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

দক্ষিণ ইউক্রেনের জাপোরিজ্জিয়া পারমাণবিক কেন্দ্রটি ইউরোপের বৃহত্তম। ২০২২ সালে রুশ বাহিনী ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযান শুরুর পরপরই এর দখল নেয়।

জাপোরিজ্জিয়া প্ল্যান্টে ড্রোন হামলার শারীরিক প্রভাব নিশ্চিত করেছে আইএইএর বিশেষজ্ঞদের একটি দল।

রবিবারের এ হামলাকে বেপরোয়া ও পারমাণবিক নিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক বলেছেন রাফায়েল গ্রোসি।