চীনা সাংবাদিককে বহিষ্কার করলো সুইডেন

এক চীনা সাংবাদিককে বহিষ্কারের নির্দেশ দিয়েছে সুইডেন। সোমবার (৮ এপ্রিল) চীনা সাংবাদিকের আইনজীবী এ কথা বলেছেন। তিনি বলেছেন, সুইডেনের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠায় ওই সাংবাদিককে বহিষ্কার করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আইনজীবী লিউট্রিম কাদ্রিউ বলেছেন, ৫৭ বছর বয়সী ওই নারী প্রায় ২০ বছর যাবৎ সুইডেনে বসবাস করে আসছিলেন। তার মক্কেল সব অভিযোগ অস্বীকার করেছেন।

কাদ্রিউ চীনা সাংবাদিকের নাম প্রকাশ করেননি। তবে বলেছেন, ইতোমধ্যে সুইডেন ছেড়েছেন তিনি।

জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও সরকারিভাবে গোপন হওয়ায় অভিযোগের বিস্তারিত তিনি জানাতে পারছেন না।

এই বিষয়ে তাৎক্ষণিকভাবে সুইডেনের আইন মন্ত্রণালয়ের মন্তব্য পাওয়া যায়নি। দেশটির অভিবাসন সংস্থা মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

সুইডেনের সরকারি সম্প্রচারমাধ্যম এসভিটি অভিযোগের বিস্তারিত জানায়নি এবং সূত্রের পরিচয় না দিয়ে বলেছে, ওই নারী নিজের ওয়েবসাইটে নিবন্ধ প্রকাশ করেছেন এবং এই কাজের জন্য স্টকহোমের চীনা দূতাবাস থেকে অর্থ নিয়েছেন।

এসভিটি আরও বলেছে, ওই নারী সাংবাদিক চীনা কর্তৃপক্ষ ও বাণিজ্যিক প্রতিনিধিদলের সুইডেন সফরে সহযোগিতা এবং সুইডিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের আয়োজন করতে চেয়েছিলেন। অক্টোবরে তাকে আটক করা হয়েছিল। আটকের পর অভিবাসন সংস্থা তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। পরে অভিবাসন আদালতও এই সিদ্ধান্ত বহাল রাখে।

এই বিষয়ে স্টকহোমের চীনা দূতাবাসের প্রতিক্রিয়া জানা যায়নি।