রাশিয়ার ছোড়া ১৪টি ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের

ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডার দাবি করেছেন, দেশটির দক্ষিণাঞ্চলে ১৭টি ড্রোন ও একাধিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে রাশিয়া। এর মধ্যে ১৪টি ড্রোন ও দুটি গাইডেড এয়ার মিসাইল ভূপাতিত করেছে ইউক্রেনের বিমানবাহিনী। বুধবার (১০ এপ্রিল) বাহিনীর কমান্ডার মাইকোলা ওলেশ্চুক এই দাবি করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

টেলিগ্রামে ওলেশ্চুক বলেছেন, রাশিয়া দুটি ইস্কান্দার-কে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও একটি ইস্কান্দার-এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে। তবে এগুলোর পরিণতি কী হয়েছে তা সম্পর্কে কিছু জানাননি তিনি।

তিনি বলেছেন, কৃষ্ণ সাগরীয় বন্দর ওডেসাকে লক্ষ্য করে রাশিয়ার ছোড়া দুটি কেএইচ-৫৯ গাইডেড এয়ার মিসাইল ভূপাতিত করা হয়েছে।

ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড টেলিগ্রামে জানিয়েছে, মাইকোলাইভ অঞ্চলের আকাশে ১২টি ড্রোন এবং ওডেসায় দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

সেনাবাহিনী বলেছে, রুশ হামলায় মাইকোলাইভ অঞ্চলের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে।

তবে হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী।