দ্বিতীয়বারের মতো মহাকাশ যান উৎক্ষেপণ বাতিল করলো রাশিয়া

দ্বিতীয়বারের মতো আঙ্গারা এ৫ মহাকাশ যান উৎক্ষেপণ বাতিল করেছে রাশিয়া। ইঞ্জিন লঞ্চ কন্ট্রোল সিস্টেমের ত্রুটির কারণে মঙ্গলবার পরীক্ষামূলক উৎক্ষেপণটি বাতিল করা হয়েছে বলে বুধবার (১০ এপ্রিল) জানিয়েছেন রুশ মহাকাশ প্রধান ইউরি বোরিসভ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আঙ্গারার উৎক্ষেপণটি রাশিয়ার দূরপ্রাচ্যের আমুর অঞ্চলের বনাঞ্চলে অবস্থিত ভোস্টোচনি কসমোড্রোম থেকে উৎক্ষেপনের কথা ছিল। কিন্তু শেষ মুহুর্তে বাতিল করা হয়েছে।

অক্সিডাইজার ট্যাঙ্কের প্রেসারাইজিং সিস্টেমে প্রযুক্তিগত সমস্যার কারণে আগের দিন একটি উৎক্ষেপণ বাতিল করা হয়েছিল।

রাশিয়ার মহাকাশ প্রধান ইউরি বোরিসভ বলেন, তৃতীয় উৎক্ষেপণের প্রচেষ্টা বৃহস্পতিবার নির্ধারিত হবে। তিনি বলেন, পরীক্ষামূলক উৎক্ষেপনের উদ্দেশ্য ছিল সমস্যা চিহ্নিত করা।

বোরিসভ বলেন, টেলিমেট্রির প্রাথমিক বিশ্লেষণ অনুসারে, একটি নতুন প্রযুক্তিগত সমস্যা উদ্ভূত হয়েছে। যা ইঞ্জিন স্টার্ট কন্ট্রোল সিস্টেমের ত্রুটির সঙ্গে সম্পর্কিত।

তিনি বলেন, সম্ভবত, এটি একটি সফ্টওয়্যার ত্রুটি, যা অবশ্যই ধরা পড়বে। ত্রুটিপূর্ণ ভাল্বের কারণে উৎক্ষেপণটি বাতিল করা হয়েছে।

আঙ্গারা প্রকল্পটিকে জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলে তিনি বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রুশ মহাকাশ কর্মসূচি নিয়ে বড় স্বপ্ন আছে। ২০২৭ সালের মধ্যে একটি নতুন রুশ মহাকাশ স্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে। আঙ্গারা মহাকাশ যানটি ২০ টনের বেশি পেলোড বহন করতে সক্ষম।

সোভিয়েত-পরবর্তী রাশিয়ার একমাত্র মহাকাশযান উৎক্ষেপণ সাইট ভোস্টোচনি থেকে এটি প্রথম উৎক্ষেপণ হওয়ার কথা ছিল। এখান থেকে এর আগে তিনটি সফল আঙ্গারা পরীক্ষা উৎক্ষেপণ করেছে।