পরিস্থিতির অবনতি বলছে ইউক্রেন, গ্রাম দখলের দাবি রাশিয়ার

ইউক্রেনের সেনাপ্রধান ওলেক্সান্ডার সিরস্কি বলেছেন, পূর্বাঞ্চলীয় রণক্ষেত্রে পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) তিনি এই মন্তব্য করেছেন। একই দিনে রাশিয়া আভদিভকার কাছে একটি গ্রাম দখলের দাবি করেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইউক্রেনের সেনাপ্রধান বলেছেন, গত কয়েক দিনে পূর্বাঞ্চলীয় রণক্ষেত্রের পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। গত মাসে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের পর শত্রুদের আক্রমণ অনেক বেড়েছে।

সিরস্কি বলেছেন, ইলেক্ট্রনিক যুদ্ধ প্রণালি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ঝুঁকিপূর্ণ প্রতিরক্ষা জোরদার করতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেছেন, শত্রুরা সলিমান ও বাখমুট সেক্টরে আমাদের অবস্থানগুলোতে আক্রমণ করছে। পোকরোভস্ক সেক্টরে তারা কয়েক ডজন ট্যাংক এবং সাঁজোয়া যান ব্যবহার করে আমাদের প্রতিরক্ষা ভেদ করার চেষ্টা করছে।

শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, ডনেস্ক অঞ্চলে আভদিভকা থেকে ১১ কিলোমিটার পশ্চিমে পারভোমাইস্কে নামের একটি গ্রাম দখল করা হয়েছে। শুক্রবার রুশ সেনারা গ্রামটি দখল করেছে।

ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ার দাবি নিশ্চিত করা হয়নি। শুক্রবার ইউক্রেনীয় সেনাবাহিনী বলেছিল, গ্রামটিতে রুশ আক্রমণ প্রতিহত করা হয়েছে।