ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৪ এপ্রিল) দেশটির স্মোলেনস্ক অঞ্চলের জ্বালানী সুবিধাগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। পশ্চিমাঞ্চলের গভর্নর ভ্যাসিলি আনোখিনের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে আনোখিন বলেছেন, ‘আমাদের অঞ্চলটিতে আবারও ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে। সামরিক জ্বালানী এবং বিদ্যুৎ সুবিধাগুলোতে শত্রুদের হামলায় স্মোলেনস্ক এবং ইয়ার্তসেভো জেলায় আগুন ছড়িয়ে পড়েছে।’

তবে সেসব জেলার কোন কোন কারখানায় আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

টেলিগ্রামে পৃথকভাবে রাশিয়ার দক্ষিণ-পশ্চিমের লিপেটস্ক অঞ্চলের গভর্নর ইগর আর্টামনভ জানিয়েছেন, একটি ড্রোন সেখানকার একটি শিল্প অঞ্চলে আঘাত হেনেছে। এতে কোনও প্রকার হতাহতের ঘটনা ঘটেনি। তবে এই হামলায় কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা বা হামলার লক্ষ্যবস্তু কি ছিল এ নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এই তথ্যগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। এ বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে সংস্থাটি।

রাশিয়ার অভ্যন্তরে হামলার বিষয়ে খুব কমই মন্তব্য করে থাকে ইউক্রেন।