X
বুধবার, ১৯ মার্চ ২০২৫
৪ চৈত্র ১৪৩১

খারকিভে বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে রাশিয়া: ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
১৯ মে ২০২৪, ১০:২৬আপডেট : ১৯ মে ২০২৪, ১১:০৪

ইউক্রেন জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলের দুটি শহরে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়া। শনিবারের (১৮ মে) এসব  হামলায় অন্তত ছয় বেসামরিক নাগরিক আহত হয়েছে। এদের মধ্যে তিনজনই শিশু বলে দাবি করেছেন ইউক্রেনের প্রসিকিউটররা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউক্রেনের প্রসিকিউটররা জানিয়েছেন, তারা খারকিভের আঞ্চলিক রাজধানীর একটি আবাসিক এলাকায় রাশিয়ার বিমান হামলাকে সম্ভাব্য যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত করছেন।

প্রসিকিউটররা আরও জানিয়েছেন, রুশ সীমান্ত থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে অবস্থিত ভোভচানস্ক শহরে রাশিয়ার হামলায় ৬০ বছর বয়সী এক মহিলা নিহত হয়েছে এবং আরও তিন বেসামরিক নাগরিক আহত হয়েছে। ইউক্রেইন্সকে গ্রামে এক ৫৯ বছর বয়সী পুরুষও আহত হয়েছে।

গভর্নর ওলেক্সান্ডার প্রোকুদিন বলেছেন, দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলের স্টানিস্লাভ গ্রামে রুশ ড্রোন হামলায়  ৪০ বছর বয়সী এক পুরুষ নিহত এবং এক মহিলা আহত হয়েছেন।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার পুনঃআক্রমণ মোকাবিলায় সেনাদের সাফল্যের কথা জানিয়েছেন। রাত্রিকালীন ভিডিও ভাষণে তিনি বলেন, খারকিভ অঞ্চলে আরও শক্ত অবস্থানে রয়েছে ইউক্রেনীয় বাহিনী।

তিনি বলেন,  পূর্ব ডোনেৎস্ক অঞ্চলের চাসিভ ইয়ার শহরের চারপাশে রুশ হামলা প্রতিহত করেছে তার বাহিনী। আমাদের সেনারা রাশিয়ার ২০টিরও বেশি সাঁজোয়া যান ধ্বংস করেছে, বলেও জানান তিনি।

মস্কো ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলার বিষয়টি অস্বীকার করেছে। বরং রুশ মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বেলগোরোড অঞ্চলে ইউক্রেনের ছুড়ে মারা টোচকা-ইউ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে তাদের সেনাবাহিনী। গত সপ্তাহে একই ধরনের ক্ষেপণাস্ত্র বেলগোরোডের একটি অ্যাপার্টমেন্ট ভবন ধ্বংস করেছে। হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আক্রমণ শুরু হওয়ার পর থেকে হাজার হাজার মানুষ নিহত এবং আহত হয়েছে।

/এস/
সম্পর্কিত
ইউক্রেন যুদ্ধ বন্ধে স্থায়ী শান্তি চুক্তির প্রয়োজন, ফোনালাপে একমত ট্রাম্প-পুতিন
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে গাজায় যুদ্ধে ফেরার দাবি ইসরায়েলের 
ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প-পুতিনের ফোনালাপ শুরু
সর্বশেষ খবর
প্রশাসনে চলছে চাপা ক্ষোভ ও উত্তেজনা
প্রশাসনে চলছে চাপা ক্ষোভ ও উত্তেজনা
ইউক্রেন যুদ্ধ বন্ধে স্থায়ী শান্তি চুক্তির প্রয়োজন, ফোনালাপে একমত ট্রাম্প-পুতিন
ইউক্রেন যুদ্ধ বন্ধে স্থায়ী শান্তি চুক্তির প্রয়োজন, ফোনালাপে একমত ট্রাম্প-পুতিন
বাংলাদেশের ক্যাম্পে হামজা, ফাহমিদুল ইস্যুতে তাবিথের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা
বাংলাদেশের ক্যাম্পে হামজা, ফাহমিদুল ইস্যুতে তাবিথের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা
মসজিদে কুপিয়ে জখমের ঘটনায় আরেকজনের মৃত্যু, নিহত বেড়ে ৪
মসজিদে কুপিয়ে জখমের ঘটনায় আরেকজনের মৃত্যু, নিহত বেড়ে ৪
সর্বাধিক পঠিত
খুলছে উড়াল সেতু, এবার উত্তরের ঈদযাত্রা হবে স্বস্তির
খুলছে উড়াল সেতু, এবার উত্তরের ঈদযাত্রা হবে স্বস্তির
ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনের নেতাদের নামে মামলা, ছাত্রদলের প্রতিবাদ
ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনের নেতাদের নামে মামলা, ছাত্রদলের প্রতিবাদ
পল্লবীতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২
পল্লবীতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২
জাবির ২৮৯ শিক্ষার্থীকে বহিষ্কারসহ বিভিন্ন শাস্তি, ৯ শিক্ষক সাময়িক বরখাস্ত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাজাবির ২৮৯ শিক্ষার্থীকে বহিষ্কারসহ বিভিন্ন শাস্তি, ৯ শিক্ষক সাময়িক বরখাস্ত
‘গ্রামীণ ইউনিভার্সিটি’ নামে নতুন বিশ্ববিদ্যালয়ের অনুমোদন
‘গ্রামীণ ইউনিভার্সিটি’ নামে নতুন বিশ্ববিদ্যালয়ের অনুমোদন