একে অপরের জ্বালানি স্থাপনায় হামলা চালাচ্ছে রাশিয়া ও ইউক্রেন

রাশিয়া ও ইউক্রেন নতুন করে একে অপরের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। শনিবার (২৭ এপ্রিল) ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইউক্রেনের জ্বালানি মন্ত্রী জার্মান গালুশচেঙ্কোও ফেসবুক পোস্টে বলেছেন, শত্রু বাহিনী আবারও ইউক্রেনের জ্বালানি অবকাঠামোগুলোতে আক্রমণ চালিয়েছে। বিশেষ করে ডিনিপ্রোপেট্রোভস্ক, ইভানো-ফ্রাঙ্কিভস্ক এবং লভিভ অঞ্চলের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালানো হয়েছে।

এতে পশ্চিমাঞ্চলে অন্তত চারটি তাপবিদ্যুৎ কেন্দ্র গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এর ফলে সম্প্রতি ইউক্রেনের বহু এলাকায় ব্ল্যাকআউট বা বিদ্যুৎবিহীন অবস্থার সংখ্যা বাড়ছে।

অবশ্য রাশিয়ার সর্বশেষ হামলায় ৩৪টির মধ্যে ২১টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। একই সাথে রাশিয়ার তেল শোধনাগারকে লক্ষ্য করে হামলার কথা জানিয়েছে ইউক্রেন বাহিনী।

শনিবার সকালে ইউক্রেনের গোয়েন্দা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, রাশিয়ার ক্রাসনোদর অঞ্চলের ইলস্কি ও স্লাভিয়ানস্ক তেল শোধনাগারগুলিতে ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেন। এতে ওইসব স্থাপনায় আগুন ধরে যায়।

কিয়েভের কর্মকর্তারা জানান, তারা রাশিয়ার সামরিক ঘাঁটি ও তেল শোধনাগারে হামলা চালানোকেও লক্ষ্যমাত্রা হিসেবে বিবেচনা করছে। অবশ্য বিশ্বব্যাপী তেলের দাম বৃদ্ধি এড়াতে উভয় পক্ষকে এ ধরনের হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে বিশ্ব নেতারা। তারপরও দুই পক্ষই এ ধরনের হামলা চালিয়ে যাচ্ছে।