পুতিনের সঙ্গে ফোনালাপ করবেন ট্রাম্প

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৃহস্পতিবার ফোনে কথা বলবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের সম্ভাব্য ফোনালাপ হতে পারে শুক্রবার। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

বৃহস্পতিবার সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে ট্রাম্প লিখেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সকাল ১০টায় কথা বলব। ধন্যবাদ!

পোস্টে ট্রাম্প আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কিছু জানাননি।

জেলেনস্কির সঙ্গে ফোনালাপ নিয়ে এখনও হোয়াইট হাউজ আনুষ্ঠানিক কোনও মন্তব্য করেনি। তবে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, ইউক্রেনে মার্কিন অস্ত্র সরবরাহে আকস্মিক বিরতির ঘটনায় ট্রাম্প-জেলেনস্কি ফোনালাপ হতে পারে। ইউক্রেনের প্রেসিডেন্ট এতে ভবিষ্যৎ অস্ত্র বিক্রির বিষয়টি তুলতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

তবে পরিকল্পনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের উদ্ধৃত করে পত্রিকটাটি ফোনালাপের নির্ধারিত সময়সূচি পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছে।