ইউক্রেনের হামলায় রুশ নৌবাহিনীর উপ-কমান্ডার নিহতের দাবি

ইউক্রেনের হামলায় রাশিয়ান নৌবাহিনীর উপ-প্রধান মেজর জেনারেল মিখাইল গুদকভ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তার নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। পুতিন গত ফেব্রুয়ারিতে ক্রেমলিনে তাকে একটি শীর্ষ সামরিক সম্মাননা প্রদান করেন এবং মার্চে নৌবাহিনীর শীর্ষ পদে নিয়োগ দেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বুধবার তিনি ইউক্রেন-সংলগ্ন কুরস্ক অঞ্চলের এক সীমান্ত জেলায় ‘যুদ্ধ পরিচালনার সময়’ নিহত হন বলে মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে।

রাশিয়ান ও ইউক্রেনীয় কয়েকটি অনানুষ্ঠানিক টেলিগ্রাম চ্যানেল জানায়, যুক্তরাষ্ট্র নির্মিত হিমার্স ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেন কুরস্কে একটি রুশ কমান্ড পোস্টে হামলা চালালে গুদকভসহ একাধিক কর্মকর্তা ও সেনা নিহত হন।

রয়টার্স স্বাধীনভাবে গুদকভের মৃত্যুর সঠিক কারণ বা তিনি কুরস্কে কী করছিলেন তা যাচাই করতে পারেনি। তার বয়স হয়েছিল ৪২ বছর। তার ডাকনাম ছিল ‘ভাইকিং’।

রাশিয়ার কয়েকজন সামরিক ব্লগার দাবি করেন, তিনি ইউক্রেন-সংলগ্ন সুমি অঞ্চলে রুশ মেরিন বাহিনীর অভিযান পরিচালনার দায়িত্বে ছিলেন।

২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর থেকে নিহত হওয়া শীর্ষ রুশ সামরিক কর্মকর্তাদের মধ্যে অন্যতম ছিলেন গুদকভ। তিনি নৌবাহিনীর উপকূলীয় রকেট ও আর্টিলারি বাহিনী এবং সমস্ত মেরিন ইউনিটের দায়িত্বে ছিলেন।

যুদ্ধ শুরুর পর থেকে অন্তত ১০ জন শীর্ষ রুশ কমান্ডার ইউক্রেনের হাতে নিহত বা আততায়ীর হাতে প্রাণ হারিয়েছেন।

ইউক্রেনের পক্ষ থেকে গুদকভের মৃত্যু নিয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।

রাশিয়ার ফার ইস্ট অঞ্চলের ভ্লাদিভস্তক শহরে অবস্থিত প্যাসিফিক ফ্লিটের ঘাঁটিতে গুদকভের একটি প্রতিকৃতির সামনে মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে। শহরের একটি প্রদর্শনীতে তাকে রাশিয়ার বীর অফিসার হিসেবে সম্মান জানানো হয়েছে।