জার্মানিতে বাস দুর্ঘটনায় ১৮জন নিহতের আশঙ্কা

p057md79জার্মানিতে পর্যটকবাহী একটি বাস দুর্ঘটনায় পড়ে অগ্নিকাণ্ডের শিকার হয়েছে। এতে ১৮জন মানুষ নিখোঁখ রয়েছেন। আশঙ্কা করা হচ্ছে তাদের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরও ৩০জন আহত হয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সোমবার দক্ষিণ জার্মানির অ্যা-নাইন সড়কে এ দুর্ঘটনা ঘটে। উত্তর বাভারিয়ার স্টামবাখ এলাকায় একটি লরির সঙ্গে সংঘর্ষের পর বাসটি দুর্ঘটনায় পড়ে। এরপর বাসটিতে আগুন ধরে যায়। ৩০জন যাত্রী বাস থেকে পালাতে পেরেছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হেলিকপ্টার নিয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন।

ফায়ার সার্ভিসের এক মুখপাত্র জানান, নিখোঁজ ১৮ জনের বেঁচে থাকার সম্ভাবনা খুব কম।

পুলিশ জানিয়েছে, পর্যটকরা ছিলেন জার্মান নাগরিক। দুর্ঘটনার সড়কটিতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বাসটিতে মোট যাত্রী ছিলেন ৪৬ জন। ফায়ার সার্ভিসের কর্মীরা যখন ঘটনাস্থলে উপস্থিত হন তখন তা দাউ দাউ করে জ্বলছিল।

দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ঘটনাস্থলের পাশেই ভালো চিকিৎসা সেবার সুযোগ রয়েছে। ফলে আহতদের সুচিকিৎসা দেওয়া সম্ভব হবে। সূত্র: বিবিসি।

/এএ/