জার্মান নার্সের বিরুদ্ধে ৮৪ জনকে হত্যার অভিযোগ

এক জার্মান নার্সের বিরুদ্ধে আরও ৮৪ জনকে হত্যার অভিযোগ আনা হচ্ছে। জার্মানির উত্তরাঞ্চলে দুই রোগীকে হত্যায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজাভোগ করছেন এই নার্স।

_97570609_afpgermannurse

জার্মান পুলিশ জানিয়েছে, ৪০ বছরের নেইলস এইচ নামের নার্সের বিরুদ্ধে ২০০৬ ও ২০১৫ সালে হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়। এই নার্স যেসব স্থানে কাজ করেছেন সেখানকার রোগীদের ভয়াবহ ও মাত্রাতিরিক্ত পরিমাণের ওষুধ সেবনের অভিযোগ পাওয়া গেছে। এসব ক্লিনিকে নিহত রোগীদের স্বজনরা অতিরিক্ত পরিমাণে ওষুধ সেবনের বিষয়টি তদন্ত করার দাবি জানিয়েছেন।

স্বজনদের দাবি, ওষুধ সেবনের ফলে রোগীদের হৃৎযন্ত্র বিকল হয়ে পড়ে এবং শ্বাস-প্রশ্বাস ব্যবস্থা নিষ্ক্রিয় হয়ে যায়। ফলে তাদের মৃত্যু হয়।

২০১৪ সালে বিষয়টি তদন্তে একটি কমিশন গঠন করা হয়েছে। যুদ্ধের পরবর্তীতে সবচেয়ে ভয়ংকর হত্যাকারী হিসেবে অভিযুক্ত হতে পারেন এই নার্স।

২০১৫ সালে বিচারের সময় এই নার্স স্বীকার করেছেন তিনি একটি ক্লিনিকে এই ধরনের ওষুধ প্রায় ৯০ জনের উপর প্রয়োগ করেছেন। পুলিশ জানিয়েছে, ২০০০ সালে আরেকটি ক্লিনিকে কাজ করার সময়ও অনিয়ম ধরা পড়েছে। সূত্র: বিবিসি।