জার্মানিতে ট্রেন স্টেশনে ছুরিকাঘাতে নিহত ২

জার্মানিতে একটি ব্যস্ত ট্রেন স্টেশনে ছুরিকাঘাতে এক পুরুষ ও এক নারীর মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, আইসারলন শহরের এই হামলার ঘটনাটি সম্পর্কজনিত সহিংসতা। গত এক মাসের মধ্যে জার্মানিতে ট্রেন স্টেশনে এটা তৃতীয় হামলার ঘটনা।

Frankfurt-train-station-homicide-4-900x506

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, এই হামলার ঘটনায় ৪৩ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। হামলায় নিহত নারীর বয়স ৩২ এবং পুরুষের বয়স ২৩ বছর। হামলার সময় পুরো স্টেশনে মানুষের ভিড় ছিল। এছাড়া একটি বিয়ের অনুষ্ঠানের ২০ জন যাত্রী ছিলেন। সন্দেহভাজন কোনও বাধা ছাড়াই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে।

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, তদন্তকারীরা হামলাটিকে পারিবারিক সহিংসতা হিসেবে বিবেচনা করছেন। কারণ এছাড়া অন্য কোনও কিছু তদন্তে উঠে আসেনি।

এর আগে ২৯ জুলাই ফ্রাঙ্কফুর্টে একটি ট্রেন থেকে ৮ বছরের এক ছেলেকে ফেলে দেওয়া হয়েছিল। পুলিশ এই ঘটনায় সুইজারল্যান্ডে বসবাসরত ৪০ বছরের ইরিত্রিয়ার এক নাগরিককে সন্দেহ করছে। এছাড়া ২০ জুলাই ৩৪ বছরের এক নারীকে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছিল।