নাভালনির অবস্থার উন্নতি, নিরাপত্তা জোরদার: ডের স্পেইজেল

রাশিয়ার বিরোধী দলীয় রাজনীতিক আলেক্সেই নাভালনির অবস্থার উন্নতি হয়েছে। জার্মানির একটি সাময়িকী বৃহস্পতিবার জানিয়েছে, তিনি আবারও কথা বলতে পারবেন এবং অসুস্থ হয়ে পড়ার সময়ের কথাও মনে করতে পারছেন। উন্নতি হওয়ার দর্শনার্থীরা ভিড় জমাতে পারে আশঙ্কায় তাকে ঘিরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

11e77dd75d80bb38aeb30ae9d59ff846-5f5656a9baf84

আলেক্সাই নাভালনি গত ২০ আগস্ট সকালে একটি ফ্লাইটে সাইবেরিয়ার টমস্ক থেকে মস্কোয় ফেরার সময়ে অসুস্থ হয়ে পড়েন। পরে বিমানটিকে জরুরি ভিত্তিতে সাইবেরিয়ার ওমস্কে অবতরণ করিয়ে তাকে সেখানকার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি কোমায় চলে যান। পরে তাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বার্লিনের চ্যারিতে হাসপাতালে। বিষ প্রয়োগের প্রমাণ মেলার পর দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে একজোট হয়েছেন পশ্চিমা নেতারা। যুক্তরাজ্য ও জার্মানির পক্ষ থেকে বলা হয়েছে, হত্যাচেষ্টার স্পষ্ট প্রমাণ মেলার পর এবার রাশিয়াকেই এর জবাব দিতে হবে। মস্কো এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে তাকে বিষপ্রয়োগের কোনও প্রমাণ তারা পায়নি।

জার্মান সাময়িকী ডের স্পেইজেল জানিয়েছে, অবস্থার উন্নতি হওয়ার দর্শনার্থীদের আগমনের কথা মাথায় রেখে নাভালনির পুলিশি সুরক্ষা জোরদার করা হয়েছে।

সাময়িকীর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নাভালনি আবার কথা বলতে পারবেন ও অসুস্থ হয়ে পড়ার বিস্তারিত মনে করতে পারবেন। তার বক্তব্য হামলার নেপথ্যে থাকা ব্যক্তিদের জন্য বিপজ্জনক হতে পারে।

এই বিষয়ে নাভালনির চিকিৎসায় নিয়োজিত হাসপাতালের কোনও মন্তব্য পাওয়া যায়নি। বার্লিন পুলিশের এক মুখপাত্র কোনও মন্তব্য করেননি। তবে তার এক মুখপাত্র টুইটারে জানিয়েছেন, এই প্রতিবেদনে বাড়িয়ে বলা হয়েছে এবং অনেক ভুল তথ্য থাকতে পারে।