সম্প্রচারের আগে কাদা মেখে বিতর্কে জার্মান সাংবাদিক

জার্মানির এক টেলিভিশন সাংবাদিক বন্যা কবলিত এলাকা থেকে সরাসরি সম্প্রচারে যাওয়ার আগে কাদা মেখে বিতর্কের মুখে পড়েছেন। কাদা মাখার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়লে ক্ষমা চেয়েছেন তিনি। জার্মান সংবাদমাধ্যম আরটিএল ঘটনাটি জানতে পেরে তাকে বরখাস্ত করেছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, ৩৯ বছর বয়সের সাংবাদিক সুসানা ওহলেন জার্মানির বন্যা বিধ্বস্ত একটি রয়েছেন। বন্যার উদ্ধার তৎপরতায় অংশগ্রহণের সত্যতা ফুটিয়ে তুলতে তাকে মুখ ও কাপড়ে কাদা মাখতে দেখা যায়।

;

আরটিএল-এর ওয়েবসাইটে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটির বিষয়বস্তু ছিল, আরটিএল উপস্থাপক উদ্ধার অভিযানে অংশগ্রহণ করেছেন। কাদা মাখার ঘটনা প্রকাশের পর প্রতিবেদনটি সরিয়ে ফেলা হয়েছে। কর্তৃপক্ষ সুসানকে বরখাস্ত করেছে। ২০০৮ সাল থেকে তিনি এই টেলিভিশন চ্যানেলে কাজ করে আসছেন।

কাদা মেখে সুসান ওহলেনের প্রতিবেদন: