মারা গেছেন চীনে সদ্য নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত

দায়িত্ব নেওয়ার মাত্র কয়েক সপ্তাহের মধ্যে আকস্মিকভাবে মারা গেছেন চীনে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত জ্যান হেকার। সোমবার চীনের জার্মান দূতাবাসের ওয়েবসাইটের এক বিবৃতিতে ৫৪ বছর বয়সী রাষ্ট্রদূতের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

গত ২৪ আগস্ট চীনে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান জ্যান হেকার। এর আগে তিনি জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেলের পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করেছেন।

সোমবার জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আমরা চীনে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতের মৃত্যুর কথা জানতে পেরে গভীর শোকাহত এবং মর্মাহত। আমরা এই মুহূর্তে তার পরিবার, বন্ধু এবং সহকর্মীদের পাশে আছি।’

তবে কিভাবে ওই রাষ্ট্রদূতের মৃত্যু হয়েছে সে বিষয়ে কিছু এখনও প্রকাশ করা হয়নি।

চীনে ১৪তম জার্মান রাষ্ট্রদূত হিসেবে আগস্টের শেষে নিয়োগ পান জ্যান হেকার। তার আগে তিনি পররাষ্ট্র নীতি বিভাগ এবং নিরাপত্তা ও উন্নয়ন নীতি বিভাগের পরিচালক ছিলেন। ২০১৭ সাল পর্যন্ত তিনি চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেলের পররাষ্ট্র নীতি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

সোমবার এক লিখিত বিবৃতিতে অ্যাঞ্জেলা মের্কেল বলেন, জ্যান হেকারের মৃত্যুতে আমি গভীর মর্মাহত।