ভ্যাকসিন নিন, সুস্থ হোন কিংবা মৃত্যু: জার্মান মন্ত্রী

করোনাভাইরাসে মৃত্যু এড়াতে নিজ দেশের নাগরিকদের দ্রুত টিকা নেওয়ার তাগিদ দিয়েছেন জার্মানির স্বাস্থ্যমন্ত্রী জেনস স্পান। সোমবার তিনি বলেন, করোনার ডেল্টা ধরনকে প্রতিহত করতে হলে টিকার বিকল্প নেই।

স্বাস্থ্যমন্ত্রী এমন পরিস্থিতিতে এ কথা বললেন, যখন গত কয়েক সপ্তাহ ধরে রেকর্ড পরিমাণ দৈনিক সংক্রমণ হচ্ছে জার্মানিতে, হাসপাতালগুলোর নিবিড় পরিচর্যা কেন্দ্রগুলোতে রীতিমতো শয্যার সংকট দেখা দিয়েছে।

সংক্রমণ বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী স্পান বলেন, ‘নিষ্ঠুরভাবে বলতে হচ্ছে যে, সম্ভবত শীতের শেষ নাগাদ জার্মানির প্রায় সবাই টিকা নেবে, সুস্থ হবে কিংবা মারা পড়বে’।

জার্মানিতে ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। একইদিন করোনায় মারা গেছেন ৬০ জনের বেশি। দেশটিতে এ নিয়ে মৃত্যুর সংখ্যা ছাড়ালো ৯৯ হাজার।

জার্মানিসহ ইউরোপের অনেকে দেশেই কিছুদিন ধরে করোনার সংক্রমণ বাড়ছে। এতে নতুন করে বিধিনিষেধ জারি করেছে কর্তৃপক্ষ। কিন্তু লকডাউনসহ নতুন বিধিনিষেধের বিরোধিতায় নেদারল্যান্ড, অস্ট্রিয়া ও  ইতালিসহ অনেক দেশই বিক্ষোভ হচ্ছে।