জাতিসংঘে কাজের প্রস্তাব ফিরিয়ে দিলেন ম্যার্কেল

সাবেক জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল জাতিসংঘে কাজের একটি প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তাকে কাজের এই প্রস্তাব দিয়েছিলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

ম্যার্কেলের কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, সাবেক চ্যান্সেলর গত সপ্তাহে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ফোনে কথা বলেন। এসময় জাতিসংঘের হয়ে কাজের প্রস্তাব দেওয়া হলে মহাসচিব ধন্যবাদ জানান ম্যার্কেল। তিনি তাকে বলেছেন, প্রস্তাবটি তিনি গ্রহণ করছেন না।

মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো গত সপ্তাহে এক প্রতিবেদনে জানিয়েছিল, ম্যার্কেলকে জাতিসংঘের বৈশ্বিক জন কল্যাণ উদ্যোগের উপদেষ্টা হিসেবে চাইছেন গুতেরেস। মহাসাগর ও ওজোন স্তর নিয়ে এটি মহাসচিবের একটি গুরুত্বপূর্ণ সংস্কার প্রকল্প।

১৬ বছর জার্মানিকে নেতৃত্ব দেওয়ার পর ২০২১ সালের ডিসেম্বর দায়িত্ব ছাড়েন ম্যার্কেল। ওই সময় তিনি বলেছিলেন রাজনীতিতে আর জড়াবেন না এবং তার ইচ্ছা ঘুম ও পড়া।