জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলা

জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের একটি লেকচার হলে ঢুকে গুলি চালিয়েছে এক বন্দুকধারী। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় লেকচার হলের ভেতরে চারজনকে আহত করার পর ওই বন্দুকধারীর মৃত্যু হয়েছে। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

পুলিশ জানিয়েছে, হামলাকারী একাই ছিল। তবে তার কাছে একটি বড় বন্দুক ছিল।

টুইটারে দেওয়া পোস্টে পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর।

তাৎক্ষণিকভাবে হামলার পেছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য থাকার আভাস পাওয়া যায়নি বলে জানা গেছে। 

১৩৮৬ সালে প্রতিষ্ঠিত হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় ইউরোপের অন্যতম নামি শিক্ষা প্রতিষ্ঠান। সোমবার বিশ্ববিদ্যালয়টির নয়েনহাইমার ফেল্ড ক্যাম্পাসে এই হামলা হয়। ন্যাচারাল সায়েন্সের বিভিন্ন বিভাগ ছাড়াও বিশ্ববিদ্যালয় ক্লিনিকের একটি অংশ এবং বোটানিক্যাল গার্ডেনও ওই এলাকায় অবস্থিত।