পুতিনের সঙ্গে বৈঠকের পর মোদি

নতুন দুই বন্ধুর চেয়ে পুরনো এক বন্ধুই ভালো

ভ্লাদিমির পুতিন ও নরেন্দ্র মোদিভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর বলেছেন, নতুন দুই বন্ধুর চেয়ে পুরনো এক বন্ধুই ভালো। ভারতের গোয়ায় ব্রিকস সম্মেলনের পাশাপাশি শনিবার দুই নেতা একান্ত বৈঠক করেন। এ মন্তব্যের মধ্য দিয়ে মোদি সোভিয়েত যুগে উভয় দেশের সুসম্পর্ককে ইঙ্গি করলেন।

দুই নেতা আলোচনায় মোদি গত মাসে উরিতে হামলায় সহযোগিতামূলক বিবৃতির জন্য মস্কোকে ধন্যবাদ জানান।

শনিবার ভারতের প্রধানমন্ত্রী ও রুশ প্রেসিডেন্টের উপস্থিতিতে ১৬টি চুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্যে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি রয়েছে। যার মধ্যে আছে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা, হেলিকপ্টার ক্রয় ও নৌবাহিনীর জন্য ফ্রিগেট কেনার চুক্তি রয়েছে। এসব চুক্তির আর্থিক মূল্য কয়েক বিলিয়ন ডলার।

উভয় দেশ অন্ধ্রপ্রদেশে আধুনিক নগর, পরিবহন, নৌযান ও রেলপথ উন্নয়নে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এছাড়াও তেল ও গ্যাস খাতে সহযোগিতার চুক্তি স্বাক্ষরিত হয়। উভয় নেতা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুডানকুলামে দুটি পারমাণবিক রিঅ্যাক্টর উদ্বোধন করেন।

শনিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও বৈঠক করেন মোদি। বৈঠক শেষে এক টুইটে মোদি জানিয়েছেন, জিনপিংয়ের সঙ্গে বৈঠক সফল হয়েছে। সূত্র: এনডিটিভি।

/এএ/