‘বামবিরোধী’ মমতার অভিযোগ: বিজেপি সরকার ‘আরও পুঁজিবাদী’ হয়ে ওঠছে

মমতা বন্দ্যোপাধ্যায়তৃণমূল কংগ্রেসের নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাম রাজনীতিবিরোধী বলে বেশ পরিচিত। পশ্চিমবঙ্গের দীর্ঘদিনের কমিউনিস্ট পার্টির বিরোধিতা করে বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসেন তিনি। এবার সেই মমতা অভিযোগ করেছেন, ভারতীয় জনতা পার্টি- বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার দিন দিন আরও বেশি পুঁজিবাদী হয়ে ওঠছে।

ফেসবুকে একটি পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, বিদেশ থেকে এখনও কোনও কালো টাকা উদ্ধার হয়নি। তথাকথিত কালো টাকা উদ্ধারের নামে কেন্দ্রে ক্ষমতাসীন পার্টি জমি, ব্যাংক জামানত, সোনা, হিরার মতো সম্পদ জমাচ্ছে এবং আরও বেশি বেশি পুঁজিবাদী হয়ে ওঠছে।

৮ নভেম্বর নোট নিষিদ্ধ করার পর থেকেই নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারকে আক্রমণ করে আসছেন মমতা। ফেসবুক পোস্টে নোট নিষিদ্ধ করাকে জনগণের জন্য ‘হয়রানি ও আর্থিক ঝুঁকি’ হিসেবে অভিহিত করেছেন তিনি।

মমতা দাবি করেছেন, নোট নিষিদ্ধ করার পর থেকে অন্তত ৯০ জনের মৃত্যু হয়েছে আর্থিক কষ্টে। তিনি লিখেছেন, কেউ জানে না এই দুর্ভোগ শেষ হবে কখন। কেউ জানে না কখন সুমতি (সরকারের) হবে এবং সাধারণ মানুষের হয়রানি ও দুর্ভোগ শেষ হবে। কেউ জানে না এই সিদ্ধান্তে দেশের কী লাভ হয়েছে।

গত এক মাসকে মমতা হয়রানি, যন্ত্রণা, হতাশা, আর্থিক ঝুঁকি ও চরম আতঙ্কের বলে উল্লেখ করেছেন।

এদিকে, নোট বাতিলের মাসপূর্তির দিন বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্নে সাংবাদিক বৈঠক করেছেন মমতা।ে সেখানেও তিনি ভারতের প্রধানমন্ত্রীকে কঠোর ভাষায় আক্রমণ করেছেন। মমতা বলেছেন, ‘কাঁধ চওড়া তো কী হয়েছে? রাবণেরও তো কাঁধ চওড়া ছিল। কাঁধ চওড়া হলেই প্রধানমন্ত্রী হওয়া যায় নাকি? এ আবার কী কথা!’

মমতা আরও বলেন, ‘ভুল করলে ভুল শুধরে নিতে হয়। আর তিনি ভুল করছেন আর কাঁধ দেখাচ্ছেন, ছাতি দেখাচ্ছেন। ছাতি চওড়া হলেই যদি রাজনীতি করা যায়, তা হলে তো কুস্তিগিররাই সব রাজনীতিক হয়ে যেতেন!’ সূত্র, টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজার।

/এএ/