মেয়ের বিয়ের টাকায় গৃহহীনদের ৯০টি ঘর বানিয়ে দিলেন ভারতীয় ব্যবসায়ী

nonameভারতের এক ধনাঢ্য ব্যবসায়ী নিজের মেয়ের বিয়ের খরচের অর্থ দিয়ে গৃহহীনদের জন্য ৯০টি ঘর বানিয়ে দিয়েছেন। পূর্ব ভারতের আওরঙ্গবাদ জেলার কাপড় ও গম ব্যবসায়ী অজয় মুনত তার মেয়ের বিয়ের জন্য ৭০-৮০ লাখ রুপি খরচের পরিকল্পনা করেছিলেন। কিন্তু পরে তিনি তা দিয়ে গৃহহীনদের জন্য ঘর বানিয়ে দেন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, অজয় মনুত দুই একর জমিতে ৯০ ঘর নির্মাণ করেছেন। ঘরগুলোতে থাকার জন্য গৃহহীনদের খুব বেছে বেছে নির্বাচন করেছেন। তিনটি মানদন্ডে অজয় তাদের নির্বাচিত করেছেন সেগুলো হলো- তাদের দরিদ্র হতে হবে, বস্তিতে বাস করছে এবং মাদকাসক্ত নয়।

জানা গেছে, যেসব ঘর তিনি নির্মাণ করেছেন সেগুলোর আয়তন ১২ * ২০ বর্গফুট। ঘরগুলোতে দুইটি দরজা ও জানালা রয়েছে। এছাড়া ঘরে আলোর ব্যবস্থাও রাখা হয়েছে।

যার বিয়ের খরচ এসব ঘর বানানো হয়েছে, অজয় মনুতের মেয়ে শ্রেয়া জানিয়েছেন তিনি বাবার এ উদ্যোগকে সমর্থন করেন। বিয়ের পর শ্রেয়া ও তার স্বামী গৃহহীনদের হাতে ঘরের চাবি তুলে দেবেন বলে জানা গেছে।

শ্রেয়া বাবার এ সিদ্ধান্তকে তার বিয়েতে সবচেয়ে বড় উপহার হিসেবে আখ্যায়িত করেছেন।

যেসব গৃহহীনকে ঘর দেওয়ার জন্য নির্বাচিত করা হয়েছে তাদের মধ্যে এক নারী জানিয়েছেন, তিনি ভীষণ খুশি। জানান, বিদ্যুৎ ও পানি না থাকার মতো সমস্যায় এখন আর তাদেরকে পড়তে হবে না। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।

/এএ/