পুরুষদের পিতৃত্বকালীন ছুটি ৬ মাস ঘোষণা করল ইকিয়া ইন্ডিয়া

448818-3x2-940x627ভারতের একটি ফার্নিশিং কোম্পানি ইকিয়া ইন্ডিয়া নারী-পুরুষ উভয়ের জন্য মাতৃত্ব-পিতৃত্বকালীন ছুটি ২৬ সপ্তাহ ঘোষণা করেছে। এ ছুটি কাটানোর সময় পূর্ণ মজুরি ও বোনাসন কর্মীদের দেওয়া হবে। এই ছুটি ছাড়াও নারীরা চাইলে আরও ১৬ সপ্তাহ কর্মঘণ্টা অর্ধেক কমিয়ে চাকরি করতে পারবেন।

ইকিয়া ইন্ডিয়া একটি সুইডিশ ফার্নিশিং কোম্পানি। প্রতিষ্ঠানটির ভারতের মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক আন্না-কারিন ম্যানশন এ ঘোষণা দিয়েছেন।

ম্যানশন জানান, এ ছুটি গর্ভ ভাড়া, একক অভিভাবক ও সন্তান দত্তক নেওয়ার ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, গর্ভধারণের সময়ে নারীদের কর্মঘণ্টা কমানোসহ আরও বেশ কিছু সুবিধা দেওয়া হবে। গর্ভ বিষয়ক কোনও অসুখের জন্য পূর্ণ মজুরি ও সুবিধাসহ সর্বোচ্চ এক মাসের ছুটিও দেওয়া হবে।

কর্মক্ষেত্রে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে এ প্রতিষ্ঠানটি আরও বেশ কিছু উদ্যোগ নিতে যাচ্ছে। এর মধ্যে রয়েছে ডে কেয়ার সেন্টার, সন্তান লালন-পালনের জন্য দীর্ঘ মেয়াদি প্রশিক্ষণ ও উন্নয়ন পরিকল্পনা। সূত্র: এনডিটিভি।

/এএ/