গুজরাটে ‘গরু হত্যায়’ যাবজ্জীবন কারাদণ্ড

nonameভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে ‘গরু হত্যায়’ যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি রেখে একটি আইন পাস হয়েছে।  নতুন আইনটি শনিবার থেকে কার্যকর হবে। শুক্রবার এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

খবরে বলা হয়েছে, গুজরাটের সংশোধিত পশু সুরক্ষা আইনে গরুর মাংস পরিবহনে অভিযুক্তরা দোষী প্রমাণিত হলে ১০ বছরের কারাদণ্ডের শাস্তির বিধানও রাখা হয়েছে।

ভারতে সংখ্যাগরিষ্ঠ হিন্দু ধর্মালম্বীদের কাছে গরু পবিত্র প্রাণি হিসেবে গণ্য হয়। গুজরাটসহ বেশ কয়েকটি রাজ্যে ‘গরু হত্যা’ বেআইনি ও নিষিদ্ধ করা হয়েছে। ‘গরু হত্যায়’ যাবজ্জীবনের কারাদণ্ডের বিধান রেখে আইন পাস করার ফলে এ বিষয়ে ভারতে সবচেয়ে কঠোর অবস্থান নিলো গুজরাট।

সংশোধিত আইন অনুসারে, যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আর্থিক জরিমানাও করা যাবে। এর আগের জরিমানা ৫০ হাজার রুপি থেকে বাড়িয়ে ১ লাখ রুপি করা হয়েছে।

গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী প্রদিপসিন জাদেজা সাংবাদিকদের বলেন, ‘ভারতীয় সংস্কৃতির অংশ হচ্ছে গরু। জনগণের সঙ্গে কথা বলেই আইনে সংশোধন করা হয়েছে।’

রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয় রুপানিও ‘গরু হত্যায়’ কঠোর শাস্তির পক্ষে মত জানিয়ে আসছিলেন।
সূত্র: বিবিসি।

/এএ/