মুসলিম বোনদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে: ৩ তালাক ইস্যুতে মোদি

নরেন্দ্র মোদিমুসলিম ধর্মালম্বীদের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া তিন তালাক ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, মুসলিম নারীদের ন্যায় বিচার নিশ্চিত করা উচিত। রবিবার উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরে ক্ষমতাসীন বিজেপির জাতীয় নির্বাহী কমিটির বৈঠকে এ কথা বলেন তিনি।

নরেন্দ্র মোদি বলেন, আমাদের মুসলিম বোনদের ন্যায়বিচার পাওয়া উচিত। তাদের প্রতি অবিচার করা ঠিক না। কাউকেই নিপীড়িত হওয়া উচিত না।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গাড়করি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন যদি সামজিক অপশক্তি থাকে তাহলে সমাজের জেগে ওঠা উচিত এবং নিপীড়িতদের ন্যায়বিচারের জন্য পদক্ষেপ নেওয়া উচিত।

গড়করি জানান, নরেন্দ্র মোদি স্পষ্ট করেছেন এই ইস্যু নিয়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিরোধ হওয়া উচিত নয়। তিনি আরও জানান, মোদি সামজিক ও অর্থনৈতিক অসমতামুক্ত একটি সমাজ নির্মাণের বিষয়ে কথা বলেছেন।

এর আগে সকালে অল ইন্ডিয়া মুসলিম পারসোনাল ল বোর্ড শরিয়াহ মোতাবেক তিন তালাক দেওয়ার ক্ষেত্রে সতর্কতা জারি করেছে। সংস্থাটির মাওলানা খালিদ আর ফিরাঙ্গি বলেন, যারা তিন তালাকের অপব্যবহার করবে তাদের সামাজিকভাবে বয়কটের মুখে পড়তে হবে। এই ইস্যুতে অনেক ভুল বুঝাবুঝি হচ্ছে। আমরা তিন তালাক ব্যবহারের একটি বিধি প্রণয়ন করব।

উল্লেখ্য, গত ডিসেম্বরে এলাহাবাদ হাইকোর্ট এক রুলে বলেছিল, তিন তালাক ভারতের সংবিধান প্রদত্ত নারীদের সমতার অধিকারকে লঙ্ঘন করে। আগাম ১১-১৯ মে ভারতের সুপ্রিম কোর্ট তিন তালাক ইস্যুতে শুনানি গ্রহণ করবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

/এএ/