আন্তর্জাতিক আদালতে কুলভূষণ যাদবের মামলার রায় আজ

kulbhushan-jadhav-afp_650x400_81491829443নেদারল্যান্ডসের হেগে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজি)-এ ভারতীয় নাগরিক কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানির রায় বৃহস্পতিবার ঘোষণা করা হবে। ভারতের হয়ে গোয়েন্দাবৃত্তির অভিযোগে পাকিস্তানের একটি সামরিক আদালত যাদবকে মৃত্যুদণ্ডের শাস্তি দিয়েছেন।

ভারতের আপিলের পর সোমবার জাতিসংঘের আদালতে শুনানি শুরু হয়। শুনানিতে ভারত ও পাকিস্তান উভয় দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন সিনিয়র আইনজীবী হারিশ স্যালভে। ভারতের পক্ষ থেকে আদালতে আহ্বান জানানো হয়েছে, যাদবের মৃত্যুদণ্ড যতদ্রুত সম্ভব বাতিল করে আন্তর্জাতিক আইনে তা অবৈধ ঘোষণা করা হোক।

শুনানিতে ভারতীয় আইনজীবী আরও জানান, যাদবের বিচারটি হয়েছে একতরফা। বিচারের কোনও নথি ভারত সরকারকে দেয়নি পাকিস্তান। এমনকি যাদবকে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার সুযোগ দিতেও অস্বীকৃতি জানিয়েছে পাকিস্তান।

ভারতের পক্ষ থেকে আরও দাবি করা হয়, যাদবের বিচারের শেষ মুহূর্তে আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়। এর মধ্য দিয়ে যাদবের মৌলিক অধিকার লঙ্ঘন করেছে পাকিস্তান।

গুপ্তচরবৃত্তির অভিযোগে কুলভূষণের মৃত্যুদণ্ড ঘোষণা করে পাকিস্তানের সামরিক আদালত। গত মাসে পাকিস্তানের উচ্চ আদালতে এই রায় স্থগিত রাখার আবেদন জানান কুলভূষণের মা অবন্তী যাদব। ১৬ বার কুলভূষণকে দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে অনুমতি দেওয়ার জন্য আবেদন জানায় ভারত। কিন্তু সেই আবেদনে সাড়া দেয়নি পাকিস্তান। শেষ পর্যন্ত আন্তর্জাতিক আদালতে যায় ভারত। সূত্র: এনডিটিভি।

/এএ/এমএনএইচ/