‘বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়নি নেতাজির’

ব্রিটিশবিরোধী ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম সংগঠক নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু নিয়ে রহস্য কাটছেই না। প্রচলিত আছে, বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে। কিন্তু একাধিকবার বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে, বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়নি। আবারও ফরাসি একটি গোপন প্রতিবেদন পুরোনো এই বিতর্কটি উসকে দিয়েছে।

সুভাষচন্দ্র বোস

সম্প্রতি প্যারিসের ইতিহাসবিদ জেবিপি মোরের হাতে আসা একটি গোপন ফরাসি প্রতিবেদনে দাবি করা হয়েছে, তাইহোকু বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়নি। এমনকি অন্তত ১৯৪৭ সাল পর্যন্ত তিনি বেঁচে ছিলেন বলেই দাবি করা হয়েছে প্রতিবেদনটিতে।

মোরের হাতে আসা গোপন প্রতিবেদনটি ওই সময়ের ফ্রান্স সরকারের একটি গোপন গোয়েন্দা প্রতিবেদন। প্রতিবেদনটি ১৯৪৭ সালের ১১ ডিসেম্বর লেখা হয়েছে। এতে ওই সময় সুভাষচন্দ্র কোথায় ছিলেন তা নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে। যার অর্থ, ওই সময়ের ফ্রান্স সরকারের মতে ১৯৪৭ সালের ১১ ডিসেম্বর পর্যন্ত তিনি জীবিত ছিলেন। বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে, এটা মেনে নেয়নি ফ্রান্স।

তবে ইন্দোচায়না থেকে তিনি জীবিত অবস্থায় অন্য কোথায় গিয়েছিলেন বলে উল্লেখ করা হলেও কিভাবে গিয়েছিলেন তা বলা হয়নি প্রতিবেদনটিতে।

সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্য উন্মোচনে তিনবার কমিশন গঠন করে ভারতের কেন্দ্রীয় সরকার। এরমধ্যে ১৯৫৬ সালের শাহনেওয়াজ কমিটি এবং ১৯৭০ সালের খোসলা কমিশন বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যুর হয়েছে যে ধারণা প্রচলিত আছে তাকেই সমর্থন দেয়।  কিন্তু এর উল্টো কথা শোনা যায় ১৯৯৯ সালে গঠিত মুখার্জি কমিশনের রিপোর্টে। ১৯৪৫-এর ১৮ আগস্ট জাপানের দখলকৃত  তাইপেই-এর তাইহোকু বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়নি বলে দাবি করে মুখার্জি কমিশন। যদিও এই প্রতিবেদন খারিজ করে দেয় কেন্দ্রীয় সরকার। ফলে সুভাষ চন্দ্রের মৃত্যু রহস্য নিয়ে আলোচনা চলছেই। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
/এএ/