ধর্মগুরুকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টাকারী ৫ পুলিশের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

ভারতের বিতর্কিত ধর্মগুরু রাম রহিমের সাত নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও হত্যা চেষ্টার মামলা দায়ের করেছে পুলিশ। এই সাত নিরাপত্তারক্ষীর মধ্যে হরিয়ানার পাঁচ পুলিস সদস্য রয়েছেন। শুক্রবার  ধর্ষণে দোষী সাব্যস্ত করে রায় দেওয়ার এই সাত জন পুলিশের কাছ থেকে ধর্মগুরুকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন।

security-7591

পাঞ্চকুলা পুলিশের পরিদর্শক কারামবির সিং জানান, হরিয়ানার পাঁচ পুলিশ সদস্যসহ সাত নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলাও দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বিশেষ সিবিআই আদালত শুক্রবার ১৫ বছর আগের ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত করে রাম রহিমকে। আদালত থেকে বের করে নিয়ে যাওয়ার সময় এই সাতজন ধর্মগুরুকে ছাড়িয়ে নিতে চেষ্টা করে। তবে পুলিশের তৎপরতায় ব্যর্থ হয় তারা। পুলিশ তাদেরকে আটক করে। শনিবার তাদের আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডে নেয় পুলিশ।

কারামবির জানান, হরিয়ানা পুলিশের যে পাঁচ সদস্য রয়েছেন তারা উপ-পরিদর্শক, সহকারী উপ-পরিদর্শক, প্রধান কনস্টেবল ও কনস্টেবল পদমর্যাদার।

উল্লেখ্য,  সোমবার এই ধর্মগুরুর বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে। আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর রাম রহিমের ভক্তরা সহিংস হয়ে ওঠে। পুলিশের সঙ্গে বিভিন্ন স্থানে সংঘর্ষে অন্তত ৩৬ জন নিহত হয়েছে। কর্তৃপক্ষের আশঙ্কা সোমবার রায় ঘোষণার পর পরিস্থিতি আরও সহিংস রূপ নিতে পারে। সূত্র: দ্য হিন্দু।