ধর্মগুরুর বিরুদ্ধে রায়: সহিংসতার আশঙ্কায় খালি করা হয়েছে ১০৩ ডেরা

ভারতের বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিমের বিরুদ্ধে ধর্ষণ মামলায় রায় সোমবার ঘোষণা করা হবে। রায় ঘোষণাকে কেন্দ্র করে যাতে করে সহিংসতা ছড়িয়ে না পড়ে সেজন্য গুরমিত সিংয়ের পরিচালিত ১০৩টি ডেরা থেকে তার ভক্তদের সরিয়ে দেওয়া হয়েছে। নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। রোহতাক শহর মোতায়েন থাকবে সেনাবাহিনী।

panchkulaviolence_ramrahimverdict_636392898130294471

শুক্রবার ১৫ বছরের পুরনো এক ধর্ষণ মামলায় রাম রহিমকে দোষী সাব্যস্ত করেছেন বিচারপতি জগদীপ। ২০০২ সালে নিজ আশ্রমে দুই নারী অনুসারীকে ধর্ষণ করার দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়। রায় ঘোষণার পর একটি সরকারি হেলিকপ্টারে করে ধর্মগুরুকে রোহতাকে নিয়ে যাওয়া হয়। রোহটাক থেকে ১০ কিলোমিটার দূরে সুনারিয়ার ডিস্ট্রিক্ট জেলের একটি বিশেষ সেলে তাকে রাখা হয়েছে।

রবিবার ভারতে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রায় ঘোষণার জন্য সোমবার রাম রহিমকে আদালতে হাজির করা হবে না। রোহতাকের কারাগারেই ধর্ষণ মামলার রায় ঘোষণা করা হবে। রোহতাক রেঞ্জের আইজিপি এ.এস ভির্ক জানান, ডেরা প্রধানের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সোমবার সিবিআই-র বিশেষ আদালতের বিচারকরা বিমানে করে পাঞ্চকুলা থেকে রোহতাক এসে পৌঁছাবেন। আনুষ্ঠানিকভাবে রায় ঘোষণার সময় জানানো হয়নি। আমরা আশা করছি আড়াইটার সময় রায় ঘোষণা করা হবে।

সোমবার রাম রহিমের বিরুদ্ধে সাজা ঘোষণাকে সামনে রেখেও সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, যে সড়কগুলো সানোরিয়ার জেলের দিকে গেছে সেগুলোকে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। আর জেলটির চারপাশে অবস্থান নিয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এবং হরিয়ানা পুলিশের সদস্যরা।

শুক্রবারের সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮ হয়েছে বলে জানিয়েছেন ডিজিপি বিএস সাঁধু। সোমবার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা হরিয়ানা পুলিশের অগ্রাধিকার তালিকার শীর্ষে অবস্থান করছে বলে জানিয়েছেন তিনি।

আইজিপি জানান, রোহতাকমুখী সবগুলো সড়কে চেক পয়েন্ট বসানো হয়েছে। হরিয়ানা পুলিশ, জেলা পুলিশ, বিশেষ আধা সামরিক বাহিনী রাস্তায় থাকবে। শহরে কোনও সমাবেশ করতে দেওয়া হবে না। রোহতাকের দিকে আসা সবগুলো ট্রেন ও বাস হয় থামিয়ে দেওয়া হয়েছে অথবা বাতিল করা হয়েছে।

হরিয়ানার ডিজিপি জানিয়েছেন, সোমবারের রায়কে কেন্দ্র করে যাতে অপ্রীতিকর কিছু না ঘটে সেজন্য ১০৩টি ডেরা খালি করা হয়েছে এবং সেনাবাহিনীর মোতায়েন আছে। এছাড়া আধা সামরিক বাহিনীর ২৩টি কোম্পানি রোহতাকে মোতায়েন রয়েছে।

উল্লেখ্য, শুক্রবার এক ধর্ষণ মামলায় রাম রহিমকে দোষী সাব্যস্ত করার পর হরিয়ানা ও আশেপাশের এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। হরিয়ানা ডিজিপি জানান, ধর্মগুরুর বিক্ষুব্ধ ভক্তরা তাণ্ডব চালায়। নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়। ওইদিনের সহিংসতায় ৩৬ ব্যক্তি নিহত হয়েছেন ও আহত হয়েছেন ২৬৯ জন। সূত্র: আউটলুক ইন্ডিয়া, এনডিটিভি।