প্রবল বৃষ্টিতে মুম্বাইয়ে ভয়াবহ বন্যার আশঙ্কা

টানা প্রবল বৃষ্টিতে ভারতের মুম্বাই শহরে ভয়াবহ বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। একান্ত প্রয়োজন ছাড়া শহরটির নাগরিকদের বাইরে বের না হওয়া এবং দ্রুত বাসায় চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দেশটির আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, ২০০৫ সালের পর এবারই সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে।

mumbai-rain_650x400_81503990529 

মঙ্গলবার সকাল থেকেই ঝোড়ো হাওয়ার সঙ্গে একনাগাড়ে বৃষ্টিতে এই বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, সিওন, দাদর, সেন্ট্রাল মুম্বাই, কুরলা, বান্দ্রা, আন্ধেরিসহ শহরের বিভিন্ন অংশে পানি জমেছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, টানা বৃষ্টির কারণে অনেক সড়ক তলিয়ে যাওয়াতে যান চলাচল ব্যাহত হচ্ছে। রেল ও বিমান চলাচলও বাধাগ্রস্ত হচ্ছে। বৃষ্টি অব্যাহত থাকলে ড্রেনেজ ব্যবস্থা মুখ থুবড়ে পড়বে। মুম্বাইয়ে ভয়াবহ বন্যা দেখা দিতে পারে। যেভাবে পানি বাড়ছে তাতে রাতে মুম্বাইয়ের অধিকাংশ অঞ্চল তলিয়ে যেতে পারে। সূত্র: এনডিটিভি।