কাশ্মিরে বন্দুকযুদ্ধে লস্কর-ই-তৈয়বার দুই কমান্ডার নিহত

ভারত নিয়ন্ত্রিত জন্মু-কাশ্মিরের পুলওয়ামা এলাকায় আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে লস্কর-ই-তৈয়বার দুই কমান্ডার নিহত হয়েছে। শনিবার সকালে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে। দুই কমান্ডার নিহত হওয়ার ঘটনায় আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে সংঘর্ষে এক বিক্ষোভকারীও নিহত হয়েছে।

ENCOUNTERKB1

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু’র খবরে বলা হয়েছে, নিহত কমান্ডাররা হলো ওয়াসিম শাহ ও নাসির আহমদ খান। নিহত বিক্ষোভকারীর নাম গুলজার আহমদ মির। সংঘর্ষে আরও অন্তত ২০জন বিক্ষোভকারী আহত হয়েছেন।

নিহত কমান্ডার ওয়াসিম শাহ আবু ওসামা ভাই নামে পরিচিত। শফিয়ান জেলায় বেশ কয়েকটি সন্ত্রাসবাদের অভিযোগে পুলিশ গ্রেফতারের জন্য শাহকে খুঁজছিল।

ভারতীয় পুলিশ জানায়, স্পেশাল অপারেশন গ্রুপ ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত নিরাপত্তাবাহিনীর অভিযানে গোলাগুলি শুরু হয়। অভিযানের সময় সেনারা সন্দেহভাজন আস্তানার দিকে এগিয়ে গেলে লুকিয়ে থাকা জঙ্গিরা সরকারি বাহিনীর দিকে গুলি ছুড়তে শুরু করে। এতে বন্দুকযুদ্ধ শুরু হয়।

পুলওয়ামায় গত চার বছরের মধ্যে প্রথম বন্দুকযুদ্ধের ঘটনা এটি।