সোমবার শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত যৌথ সামরিক মহড়া

বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর এক যৌথ মহড়া সোমবার (৬ নভেম্বর) মিজোরামে শুরু হচ্ছে। সম্প্রীতি অনুশীলন (এক্সারসাইজ সম্প্রীতি) শিরোনামের এই যৌথ মহড়া চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

sampriti

খবরে বলা হয়েছে, যৌথ মহড়াটি মিজোরামের অবস্থিত ভারতের সশস্ত্র বিদ্রোহ দমন ও জঙ্গলে যুদ্ধ বিষয়ক স্কুলে অনুষ্ঠিত হবে। পাহাড়ি ও জঙ্গল এলাকায় সন্ত্রাস ও বিদ্রোহ দমনে দ্বিপক্ষীয় সামরিক সহযোগিত বৃদ্ধি এ মহড়ার অন্যতম লক্ষ্য।

এক ভারতীয় কর্মকর্তা জানিয়েছেন, মিজোরামে সম্প্রীতির মাঠ পর্যায়ের পাঁচটি অনুশীলন হবে। আর মেঘালয়ের উমরই ক্যান্টনমেন্টে কমান্ড পোস্ট অনুশীলন হবে।

এছাড়া সন্ত্রাসদমন অভিযানের জন্য একটি যৌথ প্রশিক্ষণ বিহারের দানাপুর ক্যান্টনমেন্টে অনুষ্ঠিত হবে। ১৩ নভেম্বর শুরু হয়ে তা চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। এ প্রশিক্ষণের লক্ষ্য বাংলাদেশ সেনাবাহিনীর জুনিয়র কমান্ডারদের কার্যকরভাবে অভিযান পরিচালনার দক্ষতা অর্জন করা।

ভারতীয় ওই কর্মকর্তা আরও জানান, এই যৌথ মহড়ার মধ্যদিয়ে বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে কাজ করার সুযোগ পাবে ভারত। এতে করে সন্ত্রাসদমনে সহযোগিতার ক্ষেত্রে উভয় দেশ আরও ঘনিষ্ঠ হবে।