ইসরায়েলের সঙ্গে ভারতের সামরিক মহড়া

ইসরায়েলের সেনাদের সঙ্গে প্রথমবারের মতো ভারতীয় সেনারা এক সামরিক মহড়ায় অংশ নিয়েছে। সোমবার এই মহড়া শুরু হয়।

noname

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডলইস্ট মনিটর এক খবরে জানায়, গারুদ ইউনিটের ভারতের বিশেষায়িত পাইলট ও উদ্ধার কাজ নিয়োজিত সেনারা অংশ নেয়। মধ্য ইসরায়েলের পালমাচিম বিমানঘাঁটিতে এই এই মহড়া অনুষ্ঠিত হয়। ইসরায়েলের ৬৬৯ ইউনিটের সদস্যরা এতে অংশ গ্রহণ করে।

সামরিক মহড়ায় এক হাজারের বেশি সেনা সদস্য অংশ নেয় বলে জানিয়েছেন ইসরায়েলের ওভদা ঘাঁটির কমান্ডার কর্নেল ইটামার। তিনি এই মহড়াকে ভারতের সঙ্গে বড় ধরনের কূটনৈতিক অর্জন বলে আখ্যায়িত করেন।

নরেন্দ্র মোদির অধীনে ভারতীয় সেনাদের এই মহড়ায় অংশগ্রহণ দুই দেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী হওয়ার ইঙ্গিত। ২০১৭ সালে মোদি ইসরায়েল সফর করেন।