চীনা নৌবাহিনীকে ভারতের খোঁচা দিয়ে করা টুইট

ভারতের নৌবাহিনী খোঁচা দিয়ে লেখা এক টুইটার বার্তায় চীনের নৌবাহিনীকে ভারত মহাসাগরে ‘স্বাগত’ জানিয়েছে । তারপরে এক টুইটে ভারতীয় নৌবাহিনী একটি মানচিত্র তুলে ধরেছে। যেখানে দেখানো হয়েছে ভারতের নিরাপত্তা বিধানে ভারত মহাসগর অঞ্চলের ৫০টি স্থানে দেশটির যুদ্ধজাহাজগুলো  দিনরাত টহল দেয়। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, বর্তমানে চীনা নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ  ভারত মহাসাগরে রয়েছে।800px-Chinese_destroyer_HARIBING_(DDG_112)

খোঁচা দিয়ে লেখা টুইটার বার্তায় ভারতীয় নৌবাহিনী চীনা নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলোর জন্য শিকারে সফলতা কামনা করেছে। ইন্ডিয়া টাইমস লিখেছে, যেহেতু চীনা নৌবাহিনীর জাহাজগুলো জলদস্যুদের মোকাবেলা করাকে কারণ হিসেব দেখিয়েই বারবার ভারত মহাসাগরে যায়, সেহেতু এবার ভারতীয় নৌবাহিনী তাদেরকে ‘শিকারে’ সফলতা কামনার কথা বলে খোঁচা দিয়েছে। ভারত মহাসাগরে বর্তমানে থাকা চীনের যুদ্ধজাহাজগুলো দেশটির ২৯তম জলদস্যুবিরোধী টহল বহরের অংশ। ভারত মহাসাগরে চীনের সামরিক গতিবিধির ওপর নজর রাখতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২২টি প্রিডেটর গার্ডিয়ান ড্রোন কেনার বিষয়ে ভারত আগ্রহী ছিল। গত জুনে যুক্তরাষ্ট্র সে বিষয়টি অনুমোদনও করেছে। 

ভারতীয় যুদ্ধজাহাজের টহল দেওয়ার এলাকা