ভারতীয় সেনা সদস্য আওরঙ্গজেবের অপহরণ-হত্যা সংশ্লিষ্ট ভিডিওতে নতুন তথ্য

জম্মু ও কাশ্মির অঞ্চল থেকে অপহৃত ভারতীয় সেনা সদস্য আওরঙ্গজেবকে হত্যার বিষয়ে নতুন তথ্য সামনে এসেছে। শুক্রবার প্রকাশিত একটি ভিডিওচিত্রে দেখা গেছে, যারা অপহরণ করেছিল তারা আওরঙ্গজেবকে সেনাবাহিনী সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করেছিল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি লিখেছে, নিহত ওই সেনা সদস্য ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে কালামপোরা নামক স্থান থেকে তাকে তুলে নেওয়া হয়। পরবর্তীতে তার মৃতদেহ পাওয়া যায় ঘটনাস্থল থেকে ১০ কিলোমিটার দূরে। ভিডিওতে যেসব ব্যক্তিকে দেখা গেছে তারা হিজবুল মুজাহিদিনের সদস্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা।aurangzeb-abduction-784x441

বৃহস্পতিবার নিহত সেনা সদস্য আওরঙ্গজেব ঈদের ছুটি কাটাতে রাজৈর জেলায় অবস্থিত তার বাড়ির দিকে রওনা হয়েছিলেন। এ সময় তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা একজন কোম্পানি কমান্ডার একটি গাড়ি থামিয়ে ওই সেনাদস্যকে গাড়িতে তুলে দেন এবং গাড়ির চালককে অনুরোধ করেন তাকে শোপিয়ানে নামিয়ে দিতে। গাড়িটি যখন কালামপোরাতে পৌঁছায় তখন সন্ত্রাসীরা গাড়িটি থামিয়ে আওরঙ্গজেবকে অপহরণ করে।

শুক্রবার ১ মিনিট ১৫ সেকেন্ডের যে ভিডিওটি প্রকাশিত হয়েছে, তা একটি বনের মধ্যে ধারণ করা। ভারতীয় সেনা সদস্য আওরঙ্গজেবকে হত্যার ঠিক আগে সন্ত্রাসীরা ওই ভিডিওটি ধারণ করে। সেসময় আওরঙ্গজেব বেসামরিক পোশাকে ছিলেন। একজন ভারতীয় সেনা কর্মকর্তা জানিয়েছেন, তাকে সেনাবাহিনীতে তার পদ, দায়িত্ব ও সেনাবাহিনীর বন্ধুকযুদ্ধের বিষয়ে প্রশ্ন করেছিল হত্যাকারীরা।

বৃহস্পতিবার রাতে তার মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, কালামপোরা থেকে ১০ কিলোমিটার দূরে পুলওয়ামা জেলার গুস্সু গ্রামে তার মৃতদেহ পড়েছিল। নিহতের ঘাড়ে ও মাথায় গুলি করা হয়েছিল। নিহত আওরঙ্গজেব ৪র্থ জম্মু ও কাশ্মির লাইট ইনফেন্ট্রির বাহিনীর সদস্য ছিলেন। তাকে শোপিয়ানে অবস্থিত ৪৪ রাষ্ট্রীয় রাইফেলসের শাদিমার্গ ক্যাম্পে নিযুক্ত করা হয়েছিল।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি লিখেছে, ভারতীয় সেনা কর্মকর্তা ও সেনা সদস্যদের এমন মৃত্যুর উদাহরণ বিরল নয়। গত বছরের মে মাসে একজন নিরস্ত্র তরুণ সেনা কর্মকর্তাকে একটি পারিবারিক অনুষ্ঠানস্থল থেকে অপহরণ করে সন্ত্রাসীরা। পরের দিন তার গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া মৃতদেহ উদ্ধার করা হয়। রাজপুতানা রাইফেলসে কর্মরত উমার ফায়েজ নামের ২২ বছর বয়সী ওই সেনা কর্মকর্তা নিহত হওয়ার মাত্র ৫ মাস আগে সেনাবাহিনীতে নিয়োগ পেয়েছিলেন।