কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর গুলিতে চারজন নিহত

ভারতে জম্মু ও কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর গুলিতে চারজনের  নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোপিয়ান জেলায় সংঘটিত ওই গোলাগুলির ঘটনায় চার জন সন্ত্রাসীর নিহত হওয়ার ঘটনাটি ঘটেছে শনিবার। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস জানিয়েছে, এই চারজনকে নিয়ে গত রাত থেকে চলা অভিযানে নিহতের সংখ্যা দাঁড়াল পাঁচ জনে।65266646

গোপন সূত্রে খবর পেয়ে ভারতের সেনা সদস্যরা সন্ত্রাসীদের উপস্থিত থাকার সম্ভাব্য এলাকাটি ঘিরে ফেলে এবং তল্লাশি চালানো শুরু করে। তল্লাশি চলাকালেই গোলাগুলির ঘটনা ঘটে এবং চার সন্ত্রাসী মারা যায়।  সোপিয়ান এলাকাটি শ্রীনগর থেকে ৫৫ কিলোমিটার দূরে অবস্থিত। তল্লাশি শুরু হয়েছিল শুক্রবার রাত থেকে।
এই ঘটনায় চার জনের নিহত হওয়ার আগে যে সন্ত্রাসী নিহত হয়েছিল, তার মরদেহ উদ্ধার করা হয়েছে। সোপিয়ানের কিলুরা গ্রাম থেকে তার মৃতদেহের কাছে একটি একে-৪৭ বন্দুকও পাওয়া গেছে। আরেকটি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে,  নিরাপত্তা বাহিনী ওই ব্যক্তিকে উমার মালিক হিসেবে চহ্নিত করেছে। তার বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার পক্ষে কাজ করার অভিযোগ রয়েছে।