ধর্ষণের অভিযোগে ভারতীয় ধর্মযাজককে ভ্যাটিকানের অব্যাহতি

ভারতীয় একজন ধর্মযাজকের বিরুদ্ধে একজন নানকে ধর্ষণের অভিযোগ ওঠায় অভিযুক্ত ধর্মযাজককে অব্যাহতি দিয়েছে ভ্যাটিকান। অভিযুক্ত ধর্মযাজক নিজেই নিজের সাময়িক অব্যহতি চেয়ে আবেদন করেছিলেন। তার দাবি, তিনি নির্দোষ এবং আত্মপক্ষ সমর্থনের জন্যই সাময়িকভাবে দায়িত্ব থেকে অপসারণের আবেদন করেছেন। বার্তা সংস্থা রয়টার্সকে পোপ ফ্রান্সিসের পক্ষ থেকে তার অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন করেছেন ‘ক্যাথলিক বিশপ কনফারেন্স অব ইন্ডিয়ার’ প্রধান কার্ডিনাল অসওয়াল্ড গ্রেসিয়াস।s3.reutersmedia.net

বিশপ ফ্র্যাংকো মুলাক্কালের বিরুদ্ধে কেরালার একজন নান অভিযোগ করেছেন, মুলাক্কাল নাকি দুই বছর ধরে তাকে বারংবার ধর্ষণ করেছে। এই অভিযোগে এখন পর্যন্ত তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনও অভিযোগ গঠন করা না হলেও, পুলিশ মুলাক্কালকে জিজ্ঞাসাবাদের জন্য দুইবার ডেকে পাঠিয়েছে এখন পর্যন্ত। তাছাড়া সাধারণ মানুষের মধ্যেও তাকে বিচারের মুখোমুখি করানোরর দাবি জোরালো হচ্ছে।

বিশপ মুলাক্কাল তার সাময়িক অব্যাহতি চেয়ে যে চিঠি পাঠিয়েছিলেন তার জবাবে ভ্যাটিকানের পাঠানো চিঠিতে লেখা হয়েছে, ‘সব কিছু বিবেচনা  সাপেক্ষে হোলি ফাদার আপনার অনুরোধ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন।’

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস জানিয়েছে, পোপ ফ্রান্সিস মুলাক্কালের স্থলে বিশপ এমিরেটাস অব দ্য আর্চডায়োসিস অব বোম্বে অ্যাগনেলো রুফিনো গ্রেসিয়াসকে জলন্ধর ডায়োসিসের দায়িত্ব দিয়েছেন।