ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের নওগাম সেক্টরে নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিমের (বিএটি) হামলার শিকার হওয়ার পর দুই অনুপ্রবেশকারীকে হত্যার দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। রবিবার ভোরে এই হামলা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, রবিবার ভোরে উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও গুলি ইঙ্গিত দেয় হামলাকারীরা এই এলাকায় বড়ধরনের হামলা চালাতে চেয়েছিল।
মুখপাত্র বলেন, আমাদের সেনাদের সতর্কতা ও দৃঢ়তায় অনুপ্রবেশকারীদের নিষ্ক্রিয় করা গেছে। এর মাধ্যমে নতুন বছরের সময় নিয়ন্ত্রণ রেখায় সেনা ফাঁড়িতে হামলার পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে।
ভারতীয় সেনা কর্মকর্তারা জানান, পাকিস্তানি সেনাদের মতো যুদ্ধের পোশাক পরনে ছিল অনুপ্রবেশকারীদের। প্রতিবেশী দেশের দোকানের চিহ্ন ছিল এসব পোশাকে। নিয়ন্ত্রণ রেখায় ঘন জঙ্গলের সুবিধা কাজে লাগিয়ে তারা ভারতে অনুপ্রবেশ করে। কয়েক জন অনুপ্রবেশকারীর গায়ে বিএসএস ও ভারতের সেনাবাহিনীর পুরনো পোশাক ছিল। তারা আইইিডি, বিস্ফোরক, বন্দুক ও গুলি বহন করছিল।
ভারতীয় সেনা মুখপাত্র বলেন, পাকিস্তানের সেনা ফাঁড়ি থেকে হামলা চালানো হয় শুরুতে। ভারতীয় সেনারা পাল্টা হামলা চালায় ব্যাপক শক্তি নিয়ে। সারারাত গোলাগুলি চলে। পাকিস্তানকে নিহতদের লাশ ফেরত নেওয়ার জন্য বলা হবে। হয়ত তারা পাকিস্তানি সেনাবাহিনীর সদস্য।