লোকসভা নির্বাচনের ২য় ধাপে পশ্চিমবঙ্গে নির্বাচনি সহিংসতা

ভারতের ১৭তম লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটে পশ্চিমবঙ্গের কয়েকটি স্থানে সহিংসতা ঘটেছে। দ্বিতীয় পর্বে রাজ্যটিতে ৩টি সংসদীয় আসনে বৃহস্পতিবার ভোট গ্রহণ করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।

bengal-violence

ইসলামপুরে বর্তমান এমপি ও সিপিআই(এম) প্রার্থী মো. সেলিমের গাড়িতে হামলা হয়েছে। তিনি রায়গঞ্জে কংগ্রেসের দ্বীপা দাসমুনসির বিরুদ্ধে লড়ছেন।

সেলিমের অভিযোগ, তার গাড়িতে হামলার সময় পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। সিপিআই(এম)-র পক্ষ থেকে ক্ষমতাসীন তৃণমূলকে হামলার জন্য দায়ী করা হয়েছে।

দার্জিলিং আসনের চোপড়া এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস শেল ও লাঠিচার্জ করে। তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগে বিক্ষোভকারীরা মহাসড়ক অবরোধ করে। কর্মকর্তারা জানান, বিক্ষোভকারীরা নিরাপত্তাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে ককটেল বোমা নিক্ষেপ করেছে। এই আসনে বিজেপি ও তৃণমূল কর্মীদের সংঘর্ষে কয়েকটি ইভিএম মেশিন ভাঙচুর করা হয়েছে।

এবারের লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল পশ্চিমবঙ্গের কয়েকটি আসনে বিজেপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখে পড়েছে। জলপাইগুড়ি, রায়গঞ্জ ও দার্জিলিং আসনে জয় পেতে মরিয়া বিজেপি।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দ্বিতীয় ধাপের ভোটে ভারতের পার্লামেন্টের ৯৫ জন সদস্য নির্বাচিত হবেন। এই ধাপে ১১টি রাজ্য ও একটি কেন্দ্র শাসিত অঞ্চলে ভোট অনুষ্ঠিত হয়। সাত ধাপে ভোটগ্রহণ শেষে ২৩ মে ফল ঘোষণা করা হবে।