চীনা সেনাদের অনুপ্রবেশের কথা উড়িয়ে দিলেন ভারতীয় সেনাপ্রধান

লাদাখে চীনা অনুপ্রবেশের কথা উড়িয়ে দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। শনিবার তিনি বলেছেন, লাদাখের ডেমচক সেক্টরে কোনও চীনা অনুপ্রবেশ ঘটেনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

987

গত সপ্তাহে লাদাখের লাইন অব অ্যাক্চুয়াল কন্ট্রোল (এলএসি) এলাকায় চীনা সেনাদের অনুপ্রবেশের খবর বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। খবর অনুযায়ী, ৬ জুলাই দালাই লামার জন্মদিনে কয়েকজন তিব্বতি সেখানে তিব্বতের পতাকা উড়ালে চীনা সেনারা সেখানে অনুপ্রবেশ করে। এই প্রেক্ষিতে ভারতীয় সেনাপ্রধান জানালেন, সেখানে কোনও অনুপ্রবেশের ঘটনা ঘটেনি।

জেনারেল বিপিন রাওয়াত বলেন, চীনারা এলএসিতে এসেছিল এবং টহল দিয়েছে। ওই সময় স্থানীয় পর্যায়ে উদযাপন চলছিল। আমাদের অংশে ডেমচক সেক্টরে আমাদের তিব্বতিরা উদযাপন করছিল। এই কারণে কয়েকজন চীনাও এসেছিল কী ঘটছে দেখতে। কিন্তু কোনও অনুপ্রবেশ ঘটেনি। সবকিছু স্বাভাবিক আছে।

ভারত ও চীনের সীমান্ত নিয়ে বিরোধ রয়েছে। ২০১৭ সালে ডোকলামে উভয় দেশের সেনারা ৭৩ দিন মুখোমুখি অবস্থান নিয়েছিল।