কাশ্মিরে ৫০ হাজার সরকারি কর্মী নিয়োগের পরিকল্পনা ভারতের

জম্মু-কাশ্মিরের স্বায়ত্তশাসন ও বিশেষ অধিকার বাতিলের পর সেখানে বড় ধরনের নিয়োগ দিতে যাচ্ছে ভারত সরকার। বুধবার দিল্লির নিয়োগকৃত গভর্নর সত্য পাল মালিক এ তথ্য জানিয়েছেন। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদনে এখবর জানা গেছে।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে মোতায়েনকৃত আধা সামরিক বাহিনীর একজন সদস্য

গভর্নর সত্য পাল মালিক জানান, আগামী কয়েক মাসের সরকারের বিভিন্ন বিভাগে ৫০ হাজার শূন্য পদে লোক নিয়োগ দেওয়া হবে।

এক সংবাদ সম্মেলনে মালিক আপেল চাষীদের জন্য একটি পরিকল্পনা ঘোষণা করেন। ভারতীয় কর্তৃপক্ষ মনে করছে, এতে করে অঞ্চলটির অর্থনীতির বিকাশ ঘটবে।

ভারত সরকার কাশ্মিরের বিশেষ অধিকার বাতিলের কারণ হিসেবে অর্থনৈতিক বিকাশের কথা বলছেন। তবে ৫ আগস্টের পর হতে সেখানকার অর্থনীতি স্থবির হতে শুরু করেছে।

গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের ঘোষণার মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়া হয়। জম্মু-কাশ্মিরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে পার্লামেন্টে পাস হয় জম্মু-কাশ্মির পুনর্বিন্যাস বিল। বুধবার (২৮ আগস্ট) ছিল উপত্যকায় ধরপাকড় ও বিধিনিষেধ আরোপের ২৩তম দিন।