যমজ কন্যা সন্তানের জন্ম দিলেন ৭৩ বছরের ভারতীয় নারী

ভারতের অন্ধ্র প্রদেশের ৭৩ বছরের এক নারী যমজ কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। আইভিএফ চিকিৎসা নেওয়া এই নারী বৃহস্পতিবার যমজ দুই কন্যার জন্ম দেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

_108621680_mangaayamma2

সিজারিয়ান পদ্ধতিতে যমজ সন্তানের প্রসব হয়েছে। এমন বিরল ঘটনায় এই প্রক্রিয়াই সাধারণত ব্যবহার করা হয়। বিবিসি তেলেগুকে ওই নারীর চিকিৎসক ডা. উমা সরকার বলেন, মা ও সন্তানরা ভালো আছে।

মাঙ্গাইয়ামা ইয়ারামতি ও তার ৮২ বছরের স্বামী সিতারাম রাজারাও জানান, তারা সব সময় সন্তান নিতে চাইতেন। কিন্তু এর আগে সম্ভব হয়নি।

সন্তান জন্মের কয়েক ঘণ্টা পর রাজারাও বলেন, ‘আমরা এখন খুব খুশি’।

সন্তান জন্মের একদিন পর রাজারাও স্ট্রোক করেন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বয়সের কারণে বাবা-মায়ের কিছু ঘটে গেলে সন্তানের দায়িত্ব কে নেবে জানতে চাইলে তিনি বলেন, আমাদের করার কিছু নেই। যা ঘটার তা এমনিতেই ঘটবে। সব ঈশ্বরের হাতে।

ইয়ারামতি জানান, সন্তান তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। কারণ, সন্তান না থাকায় গ্রামে অপমানের শিকার হতে হয়েছে তাদের। তিনি বলেন, তারা আমাকে সন্তানহীন নারী বলে ডাকতো। আমরা অনেকবার চেষ্টা করেছি, অনেক ডাক্তার দেখিয়েছি। এটাই আমার জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত।

এর আগে ২০১৬ সালে ৭০ বছরের আরেক ভারতীয় নারী দালজিন্দার কৌর এক ছেলেসন্তান জন্ম দিয়েছিলেন।